৫০০ টিভি চ্যানেল একেবারে Free! লাগবে না সেট টপ বক্স, গ্রাহকদের জন্য বড় চমক আনল BSNL

Published On:

বাংলাহান্ট ডেস্ক : যত দিন যাচ্ছে ততই নিজেদের সক্ষমতা বৃদ্ধি করছে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। গোটা দেশ জুড়ে উন্নত নেটওয়ার্ক কভারেজ দিতে একের পর এক উদ্যোগ গ্রহণ করছে সরকারি এই টেলিকম সংস্থা। 4G নেটওয়ার্ক কভারেজ তৈরির পাশাপাশি বিএসএনএল ভাবনাচিন্তা শুরু করে দিয়েছে 5G নিয়েও।

এবার খেল দেখাবে BSNL

এই আবহে গ্রাহকদের জন্য বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) নিয়ে এল ইন্টারনেট টিভি পরিষেবা। বিএসএনএলের হাত ধরে চালু হল ভারতের প্রথম IFTV। ফাইবার অপটিক কেবলের (BSNL IFTV) সাহায্যে মিলবে এই পরিষেবা। দ্রুতগতির ইন্টারনেটের সাথে সাথে বিনামূল্যে ৫০০ টিভি চ্যানেল ও ওটিটি অ্যাক্সেসের সুবিধা পাবেন গ্রাহকরা।

bsnl

ইতিমধ্যেই ইন্টারনেট টিভি পরিষেবা BSNL শুরু করেছে মধ্যপ্রদেশ, তামিলনাড়ুতে। সূত্রের খবর, খুব শীঘ্রই বিএসএনএল IFTV পরিষেবা শুরু করতে চলেছে পাঞ্জাবেও। স্কাইপ্রো সংস্থার সাথে যৌথ উদ্যোগে IFTV পরিষেবা শুরু করেছে বিএসএনএল। IFTV পরিষেবার মাধ্যমে গ্রাহকরা সেট টপ বক্স ছাড়াই দেখতে পাবেন কালার্স, স্টার, জি টিভি, স্টার স্পোর্টস ইত্যাদির মতো জনপ্রিয় চ্যানেল।

আরোও পড়ুন : তৃতীয় টেস্টেই বাজিমাত করবে টিম ইন্ডিয়া! শুরু বিশেষ প্রস্তুতি, সামনে এল বিরাট আপডেট

পাশাপাশি এই পরিষেবার অধীনে গ্রাহকরা ২০টি জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম অ্যাক্সেস করার সুবিধাও পেয়ে যাবেন। কয়েক মাস আগে ভারতের সবকটি বেসরকারি টেলিকম সংস্থা ৩০-৪০ শতাংশ পর্যন্ত দাম বৃদ্ধি করে রিচার্জ ট্যারিফের। যদিও রিচার্জয়ের দাম বৃদ্ধির পথে হাঁটেনি সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল।

যার জেরে বহু সংখ্যক টেলিকম ব্যবহারকারী নিজেদের টেলিকম অপারেটর হিসেবে বেছে নেন বিএসএনএলকে। তাৎপর্যপূর্ণভাবে গত সেপ্টেম্বর মাসে বিএসএনএলের গ্রাহক সংখ্যা একলাফে ৮.৪৯ লক্ষ বৃদ্ধি পায়। অন্যদিকে, সেপ্টেম্বর মাসে ভারতের সর্ববৃহৎ টেলিকম অপারেটর জিওর গ্রাহক সংখ্যা ৭৯ লক্ষ হ্রাস পায়।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X