মাত্র ৩২১ টাকায় পান ১ বছরের জন্য চালু থাকবে সিম! গ্রাহকদের জন্য দারুণ অফার BSNL-র

বাংলাহান্ট ডেস্ক: সরকারি টেলিকম অপারেটর বিএসএনএল (BSNL Plan) সস্তায় মোবাইল পরিষেবা দেওয়ার জন্য বেশ জনপ্রিয়। এয়ারটেল, ভি, জিও-র মতো টেলিকম অপারেটররা যেখানে ধীরে ধীরে নিজেদের প্ল্যানগুলির দাম চড়িয়েছে, সেখানেই সস্তায় অনেক বেশিদিনের প্ল্যান দিচ্ছে বিএসএনএল। আরও একটি দুর্দান্ত প্ল্যান নিয়ে এল এই সংস্থা।

গ্রাহকদের জন্য এক বছরের একটি প্ল্যান এনেছে বিএসএনএল। এ বার থেকে ১ বছরের জন্য গ্রাহকদের খরচ করতে হবে মাত্র ৩২১ টাকা। অন্যান্য টেলিকম অপারেটররা একই প্ল্যান প্রদান করে অনেক বেশি টাকায়। কোনও অপারেটরই এত সস্তায় এতদিনের প্ল্যান দিচ্ছে না। গ্রাহকরা কী কী সুবিধা পাবেন এই প্ল্যানের ফলে? সে সব কিছুই আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে।

বিএসএনএল-এর এই বার্ষিক প্ল্যানের সব থেকে বড় চমক হল, এটি তারা সাধারণ গ্রাহকদের জন্য আনছে না। এই প্ল্যান পাবেন শুধুমাত্র পুলিশকর্মীরা। আরও একটি বিষয় হল, এটি কেবলমাত্র তামিলনাড়ুর পুলিশকর্মীদের জন্যই উপলব্ধ। এর মাধ্যমে আনলিমিটেড সিইউজি কল করতে পারবেন গ্রাহকরা। তবে এই কলগুলি শুধুমাত্র চেন্নাই ও তামিলনাড়ুতেই বিনামূল্যে থাকবে। 

BSNL

সিইউজি ছাড়াও একই নেটওয়ার্কের ফোন নম্বরে ফোন করার ক্ষেত্রে বিনামূল্যে ৬৫০ মিনিট দেওয়া হবে গ্রাহকদের। এছাড়াও ২৫০ এসএমএ দেওয়া হবে একই নেটওয়ার্কের নম্বরে মেসেজ করলে। পাশাপাশি প্রতি মাসে ১৫ জিবি করে ডেটা দেওয়া হবে। স্থানীয় বিএসএনএল নেটওয়ার্কে ফোন করলে মিনিটে ৭ পয়সা করে চার্জ করা হবে।

অন্যান্য নেটওয়ার্কে ফোন করলে ১৫ পয়সা করে চার্জ করা হবে। বিএসএনএল নেটওয়ার্কে এসটিডি ফোন করলে মিনিটে ৩০ পয়সা করে চার্জ করা হবে। রোমিং-এর ক্ষেত্রে ইনকামিং ফোন বিনামূল্যে রাখা হয়েছে। রোমিং-এ থাকাকালীন অন্যান্য নেটওয়ার্কে ফোন করলে মিনিটে ৩০ পয়সা করে দিতে হবে গ্রাহকদের।


Subhraroop

সম্পর্কিত খবর