বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েক বছর ধরেই জিওর ধামাকার পর ধামাকা। মনসুন, সামার থেকে শুরু করে দীপাবলী ও দুর্গাপুজা কিংবা যেকোনে পালাপার্বণে একের পর এক এক অফার দেয় জিও। প্রায় তিন বছর ধরে তো ইন্টারনেটে জিও এর একাধিপত্যই বলা যায়। আর তাই জিও এর প্রতিযোগিতার মুখে পড়ে অন্যান্য সমস্ত কোম্পানিগুলির অবস্থা একেবারে নাজেহাল। কোম্পানি বাঁচাতে গিয়ে জলের দামে প্রিপেড অফার বেচে কার্যত রাস্তায় বসার অবস্থা হয়েছে। তাই তো কোটি কোটা টাকা ক্ষতিপূরণের মুখে প়ড়তে হয়েছে ভোডাফোন ও এয়ারটেলকে।
অনেক টেলিকম সংস্থা ভারতে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। বাদ যায়নি বিএসএনএলও। কারণ ক্ষতির মুখে নিজেদের কর্মীদের বেতন পর্যন্ত আটকে গিয়েছিল । কিন্তু ৪ জি তে নতুন ভাবে বাজার ধরেছে বিএসএনএল। একের পর এক নতুন প্লান এনে তারা জিও সহ অন্যন্য কোম্পানিগুলিকে টক্কর দিচ্ছে ।
সম্প্রতি বিএসএনএল অন্যান্য টেলিকম সংস্থাকে টেক্কা দিয়ে ৩১৮ টাকার একটি রিচার্জ প্যাক এনেছে। যাতে পাওয়া যাবে প্রতিদিন 3 জিবি করে ডেটা বৈধতা ২৮ দিন। যদিও ডেটা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না এই প্লানে।
পাশাপাশি বিএসএনএল আরো একটি ডেটা প্লান এনেছে. ৫৫১ টাকার এই প্ল্যানে পাওয়া যাবে প্রতিদিন ৫ জিবি করে ডেটা। বৈধতা ৯০ দিন। ৯০ দিনে মোট ৪৫০ জিবি ডেটা পাবেন আপনি। আগেরটির মত এটিতেও ডেটা ছাড়া আর কিছুই পাওয়া যাবে না এই প্লানে।
কলকাতার বড়বাজার, এসপ্ল্যানেড, এবং দ্বিতীয় হুগলি সেতুর মতো ব্যস্ত অঞ্চলে এই নেটোয়ার্ক বসেছে।কলকাতা ছাড়াও রাজ্যের আরো কয়েকটি জায়গায় চালু হয়েছে পরিষেবা। এছাড়াও পরীক্ষামূলক ভাবে চালু হয়েছে কর্ণাটক, কেরালা, চেন্নাই, গুজরাট মধ্যপ্রদেশ, অন্ধপ্রদেশ এবং তেলেঙ্গানায়।
বিএসএনএল কর্তৃপক্ষ এর তরফ থেকে জানানো হয়েছে যে আগামী এপ্রিল মাসের মধ্যে BSNL এর তরফ থেকে ভারতের বিভিন্ন প্রান্তে বিএসএনএল 4g পরিষেবা চালু হবে। তবে বিএসএনএল 4g পরিষেবা কে আরো উন্নত করতে সময় লাগবে আরো দেড় বছর । BSNL 4g পরিষেবা নিয়ে আসার পর জিওর সাথে কতটা টেক্কা দিতে পারে সেটাই আসল প্রশ্ন। একই সাথে অন্যান্য অনেক পাব্লিক সেক্টরের মতি ধুঁকছে এক সময় দেশের সবচেয়ে লাভবান পাব্লিক সেক্টরটিও। এই নতুন পরিষেবা এনে তারা টেলিকম ইন্ডাস্ট্রির মূল স্রোতে নতুন ভাবে ফিরে আস্তে পারে কিনা সেদিকেও চোখ থাকবে।