বাংলা হান্ট ডেস্ক: অতীতে বেসরকারি টেলিকম সংস্থাগুলি রিচার্জ প্ল্যানের দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজারে জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে BSNL-এর। বর্তমানে অধিকাংশ গ্রাহকই এই সরকারি টেলিকম সংস্থার উপর নির্ভরশীল। প্রায় দিন কোন না কোন সস্তার প্ল্যান নিয়ে এসে গ্রাহককে খুশি করছে BSNL। আর এবার BSNL-এর বাজার দখল করেছে ব্রডব্যান্ডকে এনে। অর্থাৎ Wi-Fi রোমিং পরিষেবার মতো সুবিধা এনে Jio, Airtel এর চাপ বাড়িয়েছে।
BSNL-এর Wi-Fi রোমিং পরিষেবা:
এটি এমন একটি পরিষেবা যার মাধ্যমে গ্রাহক মোডেম এবং সংযোগ ব্যবহার করে দেশের যেকোন প্রান্তে দ্রুত নেট পরিষেবার সুবিধা পাবেন। আমাদের মোবাইলে যে রকম রোমিং পরিষেবা দেওয়া থাকে, একই রকম ওয়াইফাই রোমিং পরিষেবা দেওয়ার ব্যবস্থা চালু করেছে BSNL। অর্থাৎ গ্রাহক এতে করে যেখানেই যাবে সেখানেই ওয়াইফাই রোমিং পরিষেবা পেতে সক্ষম। তথ্যসূত্রে জানা যায়, এই বিষয়ে অক্টোবরে ঘোষণা করেন টেলিকম মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নভেম্বরে এটি কলকাতা সহ গোটা দেশে চালু হয়ে গিয়েছে, এমনটাই খবর উঠে এসেছে।
এই বিষয়ে কি বললেন কলকাতা সার্কেলের চিফ জেনারেল: এই বিষয়ে BSNL-এর (BSNL) কলকাতা সার্কলের চিফ জেনারেল ম্যানেজার দীপেশ চন্দ্র টিকাদার বলেছেন, “ধরা যাক, ওয়াইফাই রোমিং-এ কেউ নিজের মোডেমকে এই ছাড়পত্র দিয়েছেন। তা হলে কাশ্মীর বা আন্দামান বেড়াতে গেলে তিনি সেখানকার অন্য গ্রাহকের এ রকম ছাড়পত্র দেওয়া মোডেমকে ব্যবহার করে নেট পরিষেবা নিতে পারবেন।” তিনি আরো দাবি করেছেন, BSNL-ই প্রথম সংস্থা, যারা দেশে এই সুযোগ দিচ্ছে। এর আগে কোন সংস্থা এই পরিষেবা লঞ্চ করার ভাবনা চিন্তা করেনি। ইতিমধ্যেই এই পরিষেবা চালুর প্রথম ১৫ দিনের মধ্যেই দেশে প্রায় ৭৪,০০০ এবং কলকাতা সার্কল থেকে প্রায় ৮০০ গ্রাহক এই পরিষেবার জন্য আবেদন করেছেন।
আরও পড়ুন: বলা হত “দ্বিতীয় তেন্ডুলকার”, অথচ করুণ অবস্থা ভারতের এই তারকা প্লেয়ারের, নিলামেও পেলেন না দল
এখন প্রশ্ন, এই পরিষেবা কিভাবে পাবেন: আপনাদের আগেই জানিয়েছি, এই পরিষেবার অধীনে সংস্থার ব্রডব্যান্ড গ্রাহক তাঁর বাড়ির মোডেমকে কাজে লাগিয়ে, ঠিক কিভাবে ব্যবহার করতে পারবেন। তবে এই মোডেমকে কাজে লাগাতে গেলে অবশ্যই BSNL পোর্টালে আবেদন করতে হবে। আবেদন মঞ্জুর হলে গিয়েই আপনি এই সুবিধা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন: দীর্ঘ সম্পর্কের ঘটল বিচ্ছেদ, নীতীশ রানার থেকে মুখ ফেরাল KKR, যুক্ত হলেন এই দলের সাথে
যদিও ডিসেম্বর পর্যন্ত যারা এর আবেদন করবেন সে ক্ষেত্রে রয়েছে বিশেষ কিছু সুবিধা। তবে হ্যাঁ এতে করে চিন্তার কোন কারণ নেই, এতে করে ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে, একথা সংস্থার তরফ থেকেই জানানো হয়েছে। তাই নিঃসন্দেহে এই ব্রডব্যান্ডের সুবিধা আপনি উপভোগ করতে পারেন।