BSNL ইউজারদের দিলো বড়ো উপহার! দেখে হতাশ jio Airtel ব্যবহারকারীরা

বাংলা হান্ট ডেস্ক: জুলাই মাসের শুরুতেই মোবাইল রিচার্জ প্ল্যানের দাম বাড়িয়ে দিয়েছে জিও (Jio)। এক ধাক্কায় এত দাম বেড়ে যাওয়ায় কার্যত মাথায় হাত জিও (Jio) গ্রাহকদের । পকেটে টান পড়ে যাওয়ায় অনেকেই ভাবছেন সিম পোর্ট করিয়ে বিএসএনএল-র (BSNL) কানেকশন নিয়ে নেবেন। এরই মধ্যে বিএসএনএল গ্রাহকদের জন্য এসে গেল এক দারুন অফার।

প্রসঙ্গত গত মাসেই অর্থাৎ ২৯ জুন থেকেই শুরু হয়েছে অমরনাথ যাত্রা ২০২৪। আগামী ২৯ জুন থেকে ১৯ আগস্ট এর মধ্যে তীর্থযাত্রীরা শ্রী  অমরনাথ জির  বাবা বরফানির  দর্শন পাবেন। এবার অমরনাথযাত্রার (Amarnath Yatra) পুণ্যার্থীদের জন্য একটি বিশেষ সিম কার্ড চালু করছে আমাদের দেশের সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল ।

এবার থেকে এই বিশেষ যাত্রা সিম কার্ডের মাধ্যমে ব্যবহারকারীরা ভ্রমণের সময় তাদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভারত সঞ্চার নিগম টেলিকম লিমিটেড-এর তরফে দেওয়া এই বিশেষ  লক্ষণপুর, ভগবতী নগর, চন্দ্রকোট,পাহেলগাম, বালতাল এবং জম্মু ও কাশ্মীরের অনেক গুরুত্বপূর্ণ স্থানে সিম কার্ড কিনতে পাওয়া যাবে।

সম্প্রতি বিএসএনএলের (BSNL) তরফে তাদের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। সেখানে বিএসএনএল-র তরফে জানানো হয়েছে অমরনাথ তীর্থযাত্রার সময় গ্রাহকদের নিরবিচ্ছিন্ন নেটওয়ার্ক কভারেজ দেওয়া হবে। এবার টেলিকম সংস্থা একটি যাত্রা সিম কার্ড চালু করছে। যা বিভিন্ন ভ্রমণের জায়গায় মাত্র ১৯৬ টাকায় পাওয়া যাবে।

আরও পড়ুন: জুলাইতেই ডবল ধাক্কা! মোবাইল রিচার্জের দাম বাড়ার পর আরো এক নতুন ঝটকা দেশবাসীর

এই যাত্রা সিমে ব্যবহারকারীরা পাবেন ফোরজি সিম কার্ড। এই কার্ডের মেয়াদ থাকবে মাত্র দশ দিন। এতে ব্যবহারকারীরা আনলিমিটেড ভয়েস কল এবং ডেটার সুবিধা পাবেন। এখন প্রশ্ন হল এই ট্রাভেল সিম কার্ড কোথায় পাবেন?

প্রসঙ্গত জম্মু ও কাশ্মীর উপত্যকায় প্রতি বছর ভারত ও বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী  অমরনাথ তীর্থযাত্রায় আসেন। BSNL যাত্রা সিম কার্ড কিনতে গেলে ব্যবহারকারীদের অমরনাথ যাত্রা স্লিপের সাথে তাদের আধার কার্ড বা অন্যান্য আইডি কার্ড দিতে হবে। তারপরেই যাত্রীরা BSNL-এর একটি সক্রিয় সিম কার্ড পাবেন। যার মেয়াদ থাকবে ১০ দিন। একইসাথে এই সিমে সাথে ভয়েস কলিং এবং ডেটা সুবিধা-ও পাওয়া যাবে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর