অবশেষে 4G লঞ্চ করল BSNL, মাথায় হাত Jio-Airtel এর! কত করে মিলছে স্পিড?

বাংলা হান্ট ডেস্ক : টেলিকম দুনিয়ায় এক যুগান্তকারী পরিবর্তন এনেছে মুকেশ আম্বানির  (Mukesh Ambani) রিলায়েন্স জিও (Jio)। পিছিয়ে নেই এয়ারটেল, ভোডা, বিএসএনএল-ও (Bharat Sanchar Nigam Limited)। কিন্তু যেভাবে বিভিন্ন টেলিকম অপারেটররা তাদের প্ল্যানের দাম বাড়িয়েছে তাতে মোবাইল রিচার্জ করাটাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমতাবস্থায় মধ্যবিত্তের মসীহা হয়ে দাঁড়িয়েছে BSNL।

4G তো বটেই পাশাপাশি 5G দুনিয়ায় রাজত্ব কায়েম করেছে Jio এবং Airtel এর মতো কোম্পানিগুলো। তবে এতদিন বিএসএনএল (Bharat Sanchar Nigam Limited) 4G লঞ্চ করতে পারেনি। তবে অবশেষে তার গ্রাহকদের সুখবর দিল সংস্থাটি। দীর্ঘ প্রতিক্ষার পর ভারতে 4G পরিষেবা চালু করেছে সংস্থাটি।

সূত্রের খবর, সরকারি টেলিকম কোম্পানি প্রথম তার 4G পরিষেবা চালু করেছে পাঞ্জাবের অমৃতসরে। সবেমাত্র 4G বিটা ট্রায়াল সবেমাত্র চালু করা হয়েছে BSNL-র তরফ থেকে। এই ট্রায়াল পিরিয়ডে কিছু ইউজারকে 4G প্রিপেইড সিম সরবরাহ করবে কোম্পানিটি। পরিবর্তে নেটওয়ার্কের স্পিড এবং কানেক্টিভিটি সংক্রান্ত রিভিউ করবে সংস্থাটি।

মিডিয়ার দাবি, আগামী কয়েক মাসের মধ্যেই দেশে 4G পরিষেবা চালু করবে কোম্পানিটি। ইতিমধ্যেই 4G নেটওয়ার্কের জন্য ফিরোজপুর, পাঠানকোট এবং অমৃতসরে 200টি লাইভ নেটওয়ার্ক সাইট উপলব্ধ করেছে BSNL। এ থেকে একটা কথা পরিষ্কার যে, সর্বস্ব খোয়ানোর পর ফিনিক্স পাখির মত ফিরে এসেছে সংস্থাটি।

bsnl port

জানা যাচ্ছে, সারা দেশে প্রায় 1 লক্ষেরও বেশি 4G নেটওয়ার্ক প্রস্তুত করবে। এর জন্য BSNL টাটা সহ আরও বেশ কিছু দেশীয় সংস্থার সাথে হাত মিলিয়েছে বলে খবর। জানা গিয়েছে, বিএসএনএল সংস্থাটি তার 4G নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য টাটা গ্রুপের (Tata Group) একটি সংস্থাকে হাজার হাজার কোটি টাকার চুক্তি দিয়েছে। উল্লেখ্য, BSNL-এর এই পদক্ষেপে ভালো ধাক্কা খাবে জিও থেকে শুরু করে এয়ারটেল, ভোডা সকলেই।

ad

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর