বাংলাহান্ট ডেস্ক : ভারতের টেলিকম বাজারে সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল প্রতিযোগিতায় বেশ খানিকটা পিছিয়ে। বিএসএনএল-এর বিরুদ্ধে গ্রাহকদের প্রচুর অভিযোগ রয়েছে। প্রথমত প্রযুক্তিগত দিক থেকে সরকারি এই টেলিকম সংস্থা অনেকটাই পিছিয়ে। এছাড়াও বিএসএনএলের নেটওয়ার্ক সম্পর্কিত বেশ কিছু ত্রুটি রয়েছে বলে অভিযোগ তোলেন বহু গ্রাহক।
যেখানে জিও, এয়ারটেলের মত টেলিকম সংস্থাগুলি দেশের প্রতিটি প্রান্তে 5G পরিষেবা লঞ্চ করে দিয়েছে, সেখানে এখনো বিএসএনএল ঠিকমতো সব জায়গায় 4G পরিষেবা নিয়ে আসতে পারেনি। তবে এখনো অনেক গ্রাহক রয়েছেন যারা বিএসএনএল ব্যবহার করেন। আবার অনেকেই সেকেন্ডারি সিম হিসেবে রেখে দেন BSNL-কে।
আরোও পড়ুন : লাক্ষাদ্বীপের পর কাজিরাঙা! হাতিতে চড়েই সফর মোদির, কেমন ছিল প্রধানমন্ত্রীর জঙ্গল সাফারি ?
যে গ্রাহকরা অপেক্ষাকৃত কম ইন্টারনেট ব্যবহার করেন তাদের জন্য বিএসএনএল একটি সস্তার প্ল্যান নিয়ে এসেছে। অনেকেই একসাথে দুটি নম্বর ব্যবহার করে থাকেন বর্তমান সময়ে। তবে সব সময় দুটি নম্বরেই বেশি টাকা রিচার্জ করা সম্ভব হয় না অনেকের পক্ষে। তাই আপনার যদি একটি বিএসএনএল কানেকশন থেকে থাকে, তাহলে আপনারা সস্তার এই রিচার্জ প্ল্যান দিয়ে রিচার্জ করতে পারেন বিএসএনএল নম্বরটি।
বিএসএনএল-এর এই রিচার্জ প্ল্যানের মূল্য মাত্র ১০৭ টাকা। সব থেকে বড় কথা এই রিচার্জ প্ল্যানের বৈধতা ৩৫ দিন। ১০৭ টাকার এই রিচার্জে আপনারা পেয়ে যাবেন ১০০ মিনিট ফোন কলসের সুবিধা। এছাড়াও থাকছে ৩ জিবির ইন্টারনেট। তবে এই প্ল্যানে আপনারা দৈনিক ইন্টারনেট সুবিধা পাবেন না। আপনাকে মাত্র ৩ জিবি ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া হবে ৩৫ দিনের জন্য। যাদের ইন্টারনেটের থেকে ফোন কলস বেশি হয় তাদের জন্য এই রিচার্জ প্ল্যানটি আদর্শ।