প্রচুর সস্তায় ২ মাস আনলিমিটেড কল, সঙ্গে ১০ জিবি ডেটা! এবার Jio, Airtel’র ঘুম উড়িয়ে দিল BSNL

বাংলাহান্ট ডেস্ক: ভারতের সরকারি টেলিকম বিএসএনএল অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে। যেখানে অন্যান্য টেলিকম কোম্পানি ৫জি পরিষেবা শুরু করে দিয়েছে, সেখানে বিএসএনএল এখনও ঠিকমতো ফোরজি পরিষেবাই শুরু করতে পারেনি।

তবে গ্রাহকদের সন্তুষ্ট রাখতে সরকারি এই টেলিকম সংস্থা মাঝেমধ্যে দুর্দান্ত কিছু রিচার্জ অফার নিয়ে আসে। বিএসএনএলের এই রিচার্জ অফারগুলি সেইসব গ্রাহকদের জন্য খুবই দরকারী যারা অপেক্ষাকৃত কম ইন্টারনেট ব্যবহার করেন। বিএসএনএল গ্রাহকদের কথা মাথায় রেখে এবার দুই মাসের বৈধতার একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে যাতে অফুরন্ত সুবিধা পাওয়া যাচ্ছে।

আরোও পড়ুন : রাম মন্দিরের উদ্দীপনা কাঁটাতারের অপারেও! ‘জয় শ্রী রাম’ ধ্বনিতে মুখরিত চীনা সেনাও, ভাইরাল ভিডিও

বিএসএনএল গ্রাহকদের জন্য ৩১৯ টাকার একটি রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে। এই প্ল্যানের সব থেকে বড় বৈশিষ্ট্য হল কম মূল্যে এটি অধিক বৈধতা প্রদান করছে গ্রাহকদের। ৩১৯ টাকা দিয়ে রিচার্জ করলে বিএসএনএল গ্রাহকরা দুমাসেরও বেশি বৈধতা পাবেন। এই প্ল্যানের বৈধতা দেওয়া হচ্ছে ৬৫ দিন।

og bsnl

এই প্ল্যান দিয়ে রিচার্জ করলে গ্রাহকরা ৬৫ দিন বিনামূল্যে দেশের যেকোনও নেটওয়ার্কের অফুরন্ত ফোন কলস করার সুবিধা পাবেন। পাশাপাশি এতে দেওয়া হচ্ছে ১০ জিবির ইন্টারনেট। এই ইন্টারনেটের কোনও ডেলি কোটা নেই। গ্রাহকরা নিজেদের ইচ্ছামত ১০ জিবির ডেটা ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই প্যাকে পাওয়া যাবে ৩০০ টি এসএমএস করার সুবিধা।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর