জিও, ভোডাকে টেক্কা দিয়ে, সামান্য খরচে আনলিমিটেড কল ও হাই স্পিড ডেটার দুর্দান্ত অফার আনলো BSNL

বাংলাহান্ট ডেস্কঃ গত কয়েক বছর ধরেই জিওর ধামাকার পর ধামাকা। মনসুন, সামার থেকে শুরু করে দীপাবলী ও দুর্গাপুজা কিংবা যেকোনে পালাপার্বণে একের পর এক এক অফার দেয় জিও। প্রায় তিন বছর ধরে তো ইন্টারনেটে জিও এর একাধিপত্যই বলা যায়।  আর তাই জিও এর প্রতিযোগিতার মুখে  পড়ে অন্যান্য সমস্ত কোম্পানিগুলির অবস্থা একেবারে নাজেহাল। কোম্পানি বাঁচাতে গিয়ে জলের দামে প্রিপেড অফার বেচে কার্যত রাস্তায় বসার অবস্থা হয়েছে। তাই তো কোটি কোটা টাকা ক্ষতিপূরণের মুখে প়ড়তে হয়েছে ভোডাফোন ও এয়ারটেলকে।

অনেক টেলিকম সংস্থা ভারতে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। বাদ যায়নি বিএসএনএলও। কারণ ক্ষতির মুখে  নিজেদের কর্মীদের বেতন পর্যন্ত আটকে গিয়েছিল । কিন্তু ৪ জি তে নতুন ভাবে বাজার ধরেছে বিএসএনএল। একের পর এক নতুন প্লান এনে তারা জিও সহ অন্যন্য কোম্পানিগুলিকে টক্কর দিচ্ছে ।

BSNL 0

এবার বিএসএনএল গ্রাহকদের জন্য এল তিনটি নতুন প্রিপেড প্ল্যান যাদের প্রতিটির বৈধতা ১ বছর।  ১২৫১ টাকায়  গ্রাহকেরা পাবেন দিনে ০.৭৫ জিবি ডেটা , আনলিমিটেড কল বৈধতা এক বছর ।  ২২৯৯ টাকায়  দিনে ১.৫ জিবি ডেটা ,আনলিমিটেড কল। এই প্ল্যানটিরও বৈধতা একবছর।৩২৯৯ টাকায় দিনে ১.৫ জিবি ডেটা ,আনলিমিটেড কল। এক বছরের জন্য।

নুদিকে, ভোডাফোন ও তাদের প্লানগুলি সস্তা করেছে, ১৪৯ টাকার প্লানটিকেই নতুন ভাবে কম খরচে ৯৯ টাকায় আনছে ভোডাফোন। থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কলের সুবিধা ৷ পাশাপাশি দিনে ১ জিবি ডেটা ব্যবহারের সুবিধাও থাকছে এতে ৷ থাকছে প্রতিদিন ১০০টা এসএমএস (লোকাল/STD)। বৈধতা ১৮ দিন। ৫৯৮ টাকার প্ল্যান ৪৩ টাকা কমে হয়েছে ৫৫৫ টাকা। থাকছে আনলিমিটেড লোকাল, ন্যাশনাল ও রোমিং কলের সুবিধা ৷ পাশাপাশি দিনে ১ জিবি ডেটা ব্যবহারের সুবিধাও থাকছে এতে ৷ থাকছে প্রতিদিন ১০০টা এসএমএস (লোকাল/STD)। বৈধতা ৭০ দিন।

সম্পর্কিত খবর