প্রতিদিন 5GB করে ডেটা! কম দামে BSNL-র এই প্ল্যানের সামনে কুপোকাত Airtel-Jio

Last Updated:

বাংলাহান্ট ডেস্ক : দুর্দান্ত নতুন নতুন প্ল্যান নিয়ে হাজির হয়েছে সরকারি টেলিকম সংস্থা BSNL। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আনলিমিটেড ডেটা থেকে শুরু করে কলিংয়ের ক্ষেত্রেও প্রচুর সুবিধা থাকছে। এখানে আমরা আপনাকে BSNL-এর সেরা 3টি প্ল্যান সম্পর্কে বলব যেগুলি 600 টাকার কম। এই প্ল্যানগুলিতে, আপনি 80 দিনের বেশি বৈধতা পাবেন। এর মধ্যে কোম্পানি প্রতিদিন 5GB পর্যন্ত ডেটাও দিচ্ছে। এছাড়াও একটি প্ল্যান রয়েছে যাতে আপনি প্রতিদিন 5 ঘন্টার জন্য আনলিমিটেড ডেটাও পাবেন। চলুন বিস্তারিত জেনে নিই।

*BSNL-এর 599 প্ল্যান*

BSNL-এর এই প্ল্যানটি 80 দিনের জন্য বৈধ। এই প্ল্যানে, আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রতিদিন 5 জিবি ডেটা পাবেন। প্ল্যানের বিশেষ বিষয় হল, এতে কোম্পানি প্রতিদিন 5 ঘন্টা (রাত 12টা থেকে সকাল 5টা) জন্য আনলিমিটেড ডেটা দিচ্ছে। প্রতিদিন 100টি বিনামূল্যের এসএমএস ছাড়াও এই প্ল্যানটি সারা দেশে যে কোনও নেটওয়ার্কে সীমাহীন কলিং অফার করে। এই প্ল্যানের গ্রাহকরা Zing-এর বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন।

*BSNL-এর 499 টাকার প্ল্যান*

80 দিন পর্যন্ত এই প্ল্যান অনেকগুলি দুর্দান্ত সুবিধা দেয়৷ এই প্ল্যানে, আপনি ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রতিদিন 2 জিবি ডেটা পাবেন। দৈনিক ডেটা সীমা শেষ হওয়ার পরে, প্ল্যানে উপলব্ধ ইন্টারনেট গতি 40Kbps-এ নেমে আসবে। কোম্পানি এই প্ল্যানে আনলিমিটেড কলিং এবং দৈনিক 100টি ফ্রি এসএমএসও দিচ্ছে। এছাড়াও এই প্ল্যানে আপনি জিং-এ বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।

*BSNL-এর 485 টাকার প্ল্যান*

BSNL-এর এই প্ল্যানটি 82 দিনের জন্য চলে। এই প্ল্যানে আপনি প্রতিদিন 1.5 জিবি ডেটা পাবেন। ডেটা সীমা শেষ হওয়ার পরে, প্ল্যানে উপলব্ধ গতি কমে 40Kbps হয়ে যায়। অন্যান্য প্ল্যানের মতো, কোম্পানি প্রতিদিন 100টি বিনামূল্যে SMS সহ আনলিমিটেড কলিং অফার করছে।

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, BSNL-এর এই সমস্ত প্ল্যান 3G। আশা করা হচ্ছে যে 2023 সালে, এই প্ল্যানগুলিও 4G স্পিড দেওয়া শুরু করবে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

X