দুর্দান্ত অফার! দিনে ৩ আর মাসে ১০০ টাকা, BSNL এর ধুঁয়াদার প্ল্যানে ভোকাট্টা Jio, VI

বাংলা হান্ট ডেস্ক: ফের Jio, Airtel, VI-এর উপর চাপ বাড়ালো বিএসএনএল (BSNL)। কারণ মারকাটারি রিচার্জ প্ল্যানের অফার দিচ্ছে এই সংস্থা। একেই জুলাই মাস থেকে বেসরকারি টেলিকম সংস্থাগুলি তাদের ট্যারিফ প্ল্যান দ্বিগুণ হারে বৃদ্ধি কমছে। তাই সকলের মধ্যে Jio, Airtel ছেড়ে বিএসএনএল (BSNL) নেওয়ার হিড়িক জেগেছে। কারণ স্বল্প খরচে দারুন প্ল্যান দিতে সক্ষম এই সরকারি টেলিকম সংস্থা। এরই মাঝে এক বছরের সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল (BSNL)। দিনে মাত্র ৩ টাকা, আর মাসে ১০০ টাকা খরচ করলেই চলবে। বলুন তো কত টাকা খরচ হবে বছরে? না জানলে জেনে নিন-

বিএসএনএল (BSNL)- এর এক বছরের সস্তার প্ল্যান:

অন্যান্য যে সমস্ত বেসরকারি টেলিকম সংস্থা রিচার্জ প্ল্যান বাড়াতে থাকে, সেই সময় একমাত্র বিএসএনএলই (BSNL) রিচার্জ সস্তা করতে থাকে। আর এবার এক বছরের জন্য ১১৯৮ টাকার দুর্দান্ত প্ল্যান নিয়ে হাজির বিএসএনএল (BSNL)। এমন সস্তার রিচার্জ আর অন্য কোন টেলিকম সংস্থায় পাবেন না। এখানে ভয়েস কলের পাশাপাশি ডেটা, এসএমএস সব কিছুরই সুবিধা দেওয়া হচ্ছে। প্রতিমাসে ৩০০, ৪০০ টাকা রিচার্জ করার থেকে মুক্তি দেবে এই প্ল্যান। আর সেই হিসেবে ১১৯৮ টাকার প্ল্যানে প্রতি মাসে খরচ পড়ে ১০০ টাকা। আর প্রতিদিন খরচ পড়ে মাত্র ৪ টাকা।

১১৯৮ টাকা প্ল্যানে কি কি সুবিধা পাবেন গ্রাহকরা?

প্রথমত, এই প্ল্যানের হাত ধরে গ্রাহকরা প্রতি মাসে ৩০০ মিনিট ফ্রি কলিংয়ের সুবিধা পাবেন। এমনকি যেকোনো নেটওয়ার্কে কল করে কথা বলতে পারবেন নির্ধারিত কলিং মিনিটের মধ্যে। প্রতিমাসে ৩০০ মিনিট আর বছরে ৩৬০০ মিনিট ফ্রি কলিংয়ের সুবিধা দিচ্ছে এই রিচার্জ প্ল্যান। কলিং তো রয়েছে পাশাপাশি কোম্পানি ইন্টারনেটেরও সুবিধা দিয়েছে। প্রতি মাসে ৩ জিবি ডেটা, অর্থাৎ বছরে ৩৬ জিবি ডেটা পাবেন।

আরও পড়ুন : দুর্দান্ত স্যালারি! অবিশ্বাস্য সুযোগ দিচ্ছে কল্যাণী AIIMS, ইন্টারভিউয়ে বসবেন কিভাবে?

এছাড়াও এই প্ল্যানের মারফত প্রতি মাসে ৩০টি করে SMS করার সুবিধা পাবেন। এসএমএসও যেকোনো নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। আর এই প্ল্যানের রিচার্জ বেনিফিট যদি শেষ হয়ে যায় সেক্ষেত্রে ছোটখাটো টাকা রিচার্জ করে আপনি সিম চালু রাখতে পারবেন।

BSNL

যদিও এটি ৩৬৫ দিন অর্থাৎ এক বছর মেয়াদের ভ্যালিডিটি। তাই যারা ভাবছেন কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি পেতে তাহলে আপনার জন্য ১১৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি সেরা বিকল্প। তাই মিস না করে চটজলদি বিএসএনএল (BSNL) এর রিচার্জ প্ল্যান কাজে লাগিয়ে নিন।

Sunanda Manna
Sunanda Manna

সুনন্দা মান্না, বাংলা হান্টের স্ক্রিপ্ট রাইটার। গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতা করার পর থেকেই সংবাদ মাধ্যমে কাজ শুরু। দেশ থেকে বিদেশ, রাজনীতি, বিনোদন বিভিন্ন তথ্যই আপনাদের কাছে তুলে দেওয়া আমার মূল লক্ষ্য।

সম্পর্কিত খবর