ধামাকাদার প্ল্যান! মাসে খরচ মাত্র ১০০ টাকা! BSNL রিচার্জে বছরভর যা সুবিধা পাবেন… কল্পনার বাইরে

Published On:

বাংলাহান্ট ডেস্ক : একটা সময় ভারতের টেলিকম জগতে অন্যতম বড় খেলোয়াড় ছিল রাষ্ট্রয়ত্ব টেলিকম সংস্থা বিএসএনএল (BSNL)। তবে একাধিক বেসরকারি টেলিকম সংস্থার সাথে পাল্লা দিতে না পেরে প্রতিযোগিতায় অনেকটাই পিছিয়ে গেছে BSNL। কিছু মাস আগে বিপুল মাত্রায় রিচার্জের খরচ বৃদ্ধি করে জিও, এয়ারটেল ও ভি।

দুর্দান্ত অফার নিয়ে হাজির বিএসএনএল (BSNL)

তারপর থেকে বহু মোবাইল গ্রাহক নিজেদের নম্বর পোর্ট করিয়ে চলে আসছেন বিএসএনএলে। এখনো পর্যন্ত বিএসএনএল নিজেদের রিচার্জ প্ল্যানের দাম খুব একটা বৃদ্ধি করেনি। এর ফলে অনেক গ্রাহক নিজেদের টেলিকম অপারেটর হিসেবে বেছে নিচ্ছেন বিএসএনএলকে (Bharat Sanchar Nigam Limited)।

bsnl

এবার ৩৬৫ দিনের জন্য দুর্দান্ত একটি সস্তার রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে বিএসএনএল। মাত্র ১১৯৮ টাকা দিয়ে রিচার্জ করলে নিশ্চিন্ত থাকা যাবে ১ বছর। দৈনিক মাত্র ৩ টাকা খরচে বিএসএনএল গ্রাহকরা পেতে চলেছেন অফুরন্ত সুবিধা। ১১৯৮ টাকার প্ল্যানে গ্রাহকরা প্রতি মাসে ৩০০ মিনিট ফোন কলস করার সুবিধা পাবেন।

আরোও পড়ুন : সুন্দরবন বা কোচবিহারে পাঠানোর হুমকি! ‘ব্যাগ গুছিয়ে রাখুন’! কাকে নিশানা কুণাল ঘোষের?

পাশাপাশি থাকছে প্রতিমাসে ৩ জিবি করে ডেটা ব্যবহারের সুযোগ। হাই স্পিড ডেটা কোটা খরচ হয়ে গেলে, কমে যাবে ইন্টারনেট স্পিড। যারা শুধুমাত্র ফোন কলস করার জন্য মোবাইল ব্যবহার করেন তাদের জন্য এই প্ল্যানটি দুর্দান্ত। কলিং ও ইন্টারনেটের পাশাপাশি গ্রাহকদের এই প্ল্যানে প্রতি মাসে দেওয়া হবে ৩০ টি করে এসএমএস করার সুবিধা।

bsnl india confirmed 4g launch delay

বিএসএনএল (BSNL) নেটওয়ার্ক থেকে এসএমএস পাঠানো যাবে দেশের যেকোনো নেটওয়ার্কে। অনেকেই রয়েছেন যারা খুব একটা ইন্টারনেট ব্যবহার করেন না। তাদের জন্য বেশি টাকা দিয়ে ইন্টারনেট প্যাক রিচার্জ করা ব্যয় সাপেক্ষ হয়ে দাঁড়ায়। সেইসব গ্রাহকদের কথা ভেবেই বিএসএনএল নিয়ে এসেছে এই প্ল্যানটি (Recharge)।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X