বাংলা হান্ট ডেস্ক: এই মুহূর্তে আমাদের দেশের একমাত্র সরকারি টেলিকম সংস্থা হল ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL)। জানা যাচ্ছে এবার এই টেলিকম সংস্থার তথ্য চুরি করেছে হ্যাকাররা। আর এই কারণেই এই মুহূর্তে ঝুঁকিতে রয়েছে BSNL-র লক্ষ লক্ষ গ্রাহক। ডার্ক ওয়েব থেকে তথ্য ফাঁস হওয়ার পরেই এবার বিরাট ঝুঁকিতে BSNL। সিম ক্লোনিং থেকে আর্থিক জালিয়াতি যে কোনও রকম সমস্যায় পড়তে পারেন তারা।
লক্ষ লক্ষ মানুষ ঝুঁকিতে
অ্যাথেনিয়ান টেক নামের এক সংস্থার থ্রেট ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে, বিএসএনএল সংস্থার এই তথ্য ফাঁসের কাণ্ডটি ঘটিয়েছেন kiberphant0m নামের এক হ্যাকার। আর এই হ্যাকিং থেকেই বিএসএনএল সংস্থার বিপুল গোপন তথ্য হাতে চলে এসেছে।
কী কী তথ্য চুরি হয়েছে?
জানা যাচ্ছে হ্যাকাররা যে সমস্ত তথ্য চুরি করেছে তার মধ্যে অন্যতম ইন্টারন্যাশনাল মোবাইল সাবস্ক্রাইবার আইডেন্টিটি নম্বর (IMSI), সিম কার্ডের তথ্য, হোম লোনননকেশন রেজিস্টার (HLR), ডিপি কার্ড ডেটা, বিএসএনএলের সোলারিস সার্ভারের স্ন্যাপশট ইত্যাদি। সবমিলিয়ে মোট ২৭৮ জিবির তথ্য চুরি করেছে সেই হ্যাকাররা। সবচেয়ে মজার বিষয় হল হ্যাকার তথ্য চুরি করে নিজেই তাঁর প্রমাণ দিয়েছে।
আরও পড়ুন: বিয়ের পর শুধু বর নয়, বিছানায় জোর করে শাশুড়িও! বাধা দিলেই চলে ব্লেড
ডার্ক ওয়েবে কীভাবে বিক্রি হচ্ছে তথ্য?
সূত্রের খবর হ্যাকাররা বিএসএনএল সংস্থার তথ্য চুরি করে তা চড়া দামে ডার্ক ওয়েবে বিক্রি করছেন। জানলে অবাক হবেন ষ সমস্ত চুরি করা তথ্য তারা বিক্রি করছেন ভারতীয় মুদ্রায় ৪ লাখ ১৭ হাজার টাকা দামে। হ্যাকারাও জানিয়েছেন যে এই দাম নাকি আসলে ছাড়ে চলছে। তাই
সত্যিই হয়তো হ্যাকারাও তথ্য চুরি করে ফেলেছেন বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা।
কী কী সমস্যা হতে পারে?
প্রসঙ্গত IMSI এবং সিম কার্ডের তথ্যের (BSNL Data Breach) মধ্যে থাকে এমন কিছু গোপন তথ্য থাকে যা মূলত সিম কার্ড পরিচাষলনার কাজে লাগে। কিন্তু এই তথ্য যদি বাইরে এলে, সেই সিম ক্লোন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। নেটওয়ার্ক পরিচালনার জন্য এইচ এল আর তথ্য কাজে লাগে, ৮ জিবির ডিপি কার্ড তথ্য এবং ১৩০ জিবির ডিপি সিকিউরিটি তথ্য সব মিলিয়ে বিএসএনএল সংস্থার নিরাপত্তার বেষ্টনী তৈরি করে। সার্ভারের স্ন্যাপশটও প্রকাশ্যে এসেছে বলে জানা গিয়েছে, ফলে সংস্থার অপারেশনাল সিক্রেটও এবারও ফাঁস হয়ে যাবে বলে আতঙ্ক ছড়িয়েছে।