বাংলা হান্ট ডেস্কঃ মধ্যপ্রদেশের পথেরিয়ার বিধায়ক রমাবাই পরিহারকে বহুজন সমাজ পার্টি থেকে বহিস্কার করা হয়। আপনাদের জানিয়ে রাখি, রমাবাই নাগরিকতা আইন সংশোধনের সমর্থন করেছিলেন বলেই, ওনার বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এমনকি বহুজন সমাজ পার্টির কোন অনুষ্ঠানে ওনার যোগ দেওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। আপনাদের জানিয়ের আখি, মধ্যপ্রদেশের কমলনাথ সরকারকে বাঁচানোর জন্য বিএসপি বিধায়কের সমর্থনের প্রয়োজন। আর এই জন্য শোনা যাচ্ছে যে, কমলনাথ সরকার বিএসপি বিধায়ক রমাবাইকে কংগ্রেসে টেনে নিতে পারে।
1. BSP अनुशासित पार्टी है व इसे तोड़ने पर पार्टी के MP/MLA आदि के विरूद्ध भी तुरन्त कार्रवाई की जाती है। इसी क्रम में MP में पथेरिया से BSP MLA रमाबाई परिहार द्वारा CAA का समर्थन करने पर उनको पार्टी से निलम्बित कर दिया है। उनपर पार्टी कार्यक्रम में भाग लेने पर भी रोक लगा दी गई है
— Mayawati (@Mayawati) December 29, 2019
মায়াবতী ট্যুইট করে লেখেন, বহুজন সমাজ পার্টি একটি অনুশাসিত দল, আর অনুশাসন ভাঙা দলের সাংসদ আর বিধায়কদের বিরুদ্ধে তৎক্ষণাৎ পদক্ষেপ নেওয়া হয়। আর সেই ক্রমেই মধ্যপ্রদেশের পথেরিয়ার বহুজন সমাজ পার্টির বিধায়ক রমাবাই পরিহার দ্বারা নাগরিকতা সংশোধন আইনের সমর্থন করায় তাঁকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উনি এবার থেকে আর দলের কোন অনুষ্ঠানে যোগ দিতে পারবেন না।
2. ऐसे सभी पुलिसकर्मियों की उच्च स्तरीय न्यायिक जाँच होनी चाहिये और दोषी होने के सही सबूत मिलने पर फिर उनको तुरन्त नौकरी से बर्खास्त करना चाहिये। बी.एस.पी. की यह माँग है।
— Mayawati (@Mayawati) December 29, 2019
আরেকদিকে, বহুজন সমাজ পার্টি প্রথম থেকেই এই আইনকে বিভাজনকারী আর অসাংবিধানিক আখ্যা দিয়ে তীব্র বিরোধিতা করে এসেছে। এমনকি সংসদেও নাগরিকতা সংশোধন বিলের বিরুদ্ধে বহুজন সমাজ পার্টি সাংসদেরা ভোট দিয়েছিলেন। কিন্তু এর পরেও বহুজন সমাজ পার্টি বিধায়ক রমাবাই পরিহার নাগরিকতা সংশোধন আইনের সমর্থন করেছিলেন। আর এর আগেও উনি দলের অনুশাসনের বাইরে অনেক কাজ করেছিলেন।