প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, ৮০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ এক ‘সোনালি’ অধ্যায়ের অবসান। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। চেষ্টা চলছিল, তবে শেষরক্ষা হল না। প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharjee)। ৮০ বছর বয়সে প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য।

বাম রাজনীতির অন্তিম নক্ষত্রের পতন (Buddhadeb Bhattacharjee)

প্রাণের চেয়েও প্ৰিয় পাম অ্যাভিনিউয়ের বাড়ি, সেখানেই আজ বৃহস্পতিবার সকালে ৮টা ২০ নাগাদ নিঃশ্বাস ত্যাগ প্রাক্তন মুখ্যমন্ত্রীর। সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধবাবু। পাশাপাশি গত ৩দিন ধরে জ্বরেও ভুগছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা। এদিন সকালে অবস্থার অবনতি হয়। বাড়িতে অক্সিজেন দেওয়া হলেও হাসপাতালে নিয়ে যাওয়ার সময়টুকু দেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী।

শারীরিক সমস্যার জন্য প্রায় ১১ বছর ধরে ঘরবন্দি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সিওপিডি-জনিত সমস্যায় ভুগছিলেন তিঁনি। এর আগে বহুবার হাসপাতালেও ভর্তি হয়েছেন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, রোজকার মতো বৃহস্পতিবার সকালেও তিনি প্রাতঃরাশ করেন। তারপরই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকদের খবর দিলে তারা তড়িঘড়ি প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছন। তবে ততক্ষণে চিরনিদ্রায় বুদ্ধবাবু।

এর আগে শেষবার গত বছর ২৯ জুলাই, শারীরিক অবস্থার অবনতির কারণে হাসপাতালে ভর্তি হন বুদ্ধদেব ভট্টাচার্য৷ সেই সময় প্রাক্তন মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ হয়ে পড়ে। তবে অন্ধকার কাটিয়ে দীর্ঘ ১২ দিন হাসপাতালে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন তিঁনি৷ তারপর থেকে বাড়িতেই ছিলেন বুদ্ধবাবু৷

buddhadeb cpm

আরও পড়ুন: হাই কোর্টে জমা পড়ল জ্যোতিপ্ৰিয়র মেডিক্যাল রিপোর্ট, দেখেই বিরাট নির্দেশ বিচারপতি ঘোষের

২০০০ থেকে ২০১১ পর্যন্ত তিনি বাম জমানার মুখ্যমন্ত্রী ছিলেন। টানা দ্বিতীয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। জ্যোতি বসুর উত্তরসূরি বাম রাজনীতির অন্তিম নক্ষত্রের পতনের শোকাহত গোটা লাল শিবির।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর