তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, বুদ্ধ বাবুকে বললেন মুখ্যমন্ত্রী, মেয়ের কাঁধে হাত রেখে দিলেন ভরসা

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ আজ প্রচণ্ড শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya)। ওনাকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়েছে। প্রাপ্ত খবর অনুযায়ী, ওনার শরীরে অক্সিজেনের স্যাচুরেশনের মাত্রা এখন ৯৫। ওনাকে রাখা হয়েছে বাইপ্যাপ ভেন্টিলেশনে। ওনার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। বুদ্ধবাবুর সিটি স্ক্যানে পুরনো নিউমোনিয়ার প্যাচ ধরা পড়েছে।

এর আগে সিপিআইএম এর নেতা তথা ডাক্তার ফুয়াদ হালিমের পরামর্শ মতো ওনাকে গত বছরের সেপ্টেম্বর মাসে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। হাসপাতালে ভর্তি হওয়ার পর ওনার শারীরিক অবস্তার উন্নতি হয়। সেবারও ওনাকে শ্বাসকষ্টের সমস্যার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। শারীরিক অবস্থার উন্নতি হলে সেবার ওনাকে তাড়াতাড়ি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়।

আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharya) দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য-এর মেয়ের কাঁধে হাত রেখে ভরসা দেন। এছাড়াও আজ ওনাকে দেখতে হাসপাতালে যান ফিরহাদ হাকিম, সূর্যকান্ত মিশ্র ও সুজন চক্রবর্তী। বুদ্ধবাবুর আরোগ্য কামনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপাল জগদীপ ধনখড়।

X