মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বুদ্ধদেব ভট্টাচার্য, তাকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

 

বাংলা হান্ট ডেস্কঃ বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। আজ হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে নার্সিংহোমে ভর্তি হলেন তিনি।বুদ্ধদেব বাবুর সন্ধ্যার সময় শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তার তারপরেই শহরের উডল্যান্ডস্ নার্সিংহোমের ICU তাকে ভর্তি করা হয়।

জানা গিয়েছে, তার রক্তচাপ এখন ৭০/৫০। হাসপাতালে তার সঙ্গে রয়েছেন তার মেয়ে ও স্ত্রী।এছাড়াও তাঁকে দেখতে হাসপাতালে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সূর্যকান্ত মিশ্র, সহ সিপিএমের অনেক হেভিওয়েট নেতা।

IMG 20190906 222112

হাসপাতালে ডাক্তারদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উডল্যান্ডস্ নার্সিংহোমের বাইরে প্রচুর পুলিশ রয়েছে। ডাক্তারেরা বিভিন্ন পরীক্ষা করে দেখছেন বুদ্ধদেব বাবুকে।

সম্পর্কিত খবর