বাংলাহান্ট ডেস্কঃ বাংলার অন্যতম সফল কবি সুকান্ত ভট্টাচার্যের উত্তরসুরি তিনি। বাংলার বাম রাজনীতির প্রবাদ প্রতিম পুরুষ বুদ্ধদেব ভট্টাচার্য। নভেম্বর ৬, ২০০০ তারিখে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তারপর দশ বছর কুশলতার সাথে চালিয়েছেন রাজ্য। মে ১৯, ২০১১ তারিখে বাংলায় বাম্ফ্রন্টের বিপর্যয়ের পর থেকেই অন্তরালে তিনি।
বর্তমানে শারিরিক অবস্থার কারনে যোগ দিতে পারেন না পার্টির মিছিল মিটিং এও। গত বছর বাম্ফ্রন্টের ব্রিগেড সমাবেশে কিছুক্ষনের জন্য এসেছিলেন। শারিরিক অবস্থার ইচ্ছে থাকলেও উঠতে পারেননি মঞ্চে। কিন্তু ভেসেছিলেন জন আবেগে।
সক্রিয় রাজনীতিতে না থাকলেও তিনি এখনো জনপ্রিয়তম দের তালিকায় আছেন সে কথা প্রমান হয়েছিল শারদোৎসবে প্রকাশিত তাঁর বই ‘ স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা ‘ এর একদিনেই আউট অফ স্টক হয়ে যাওয়ার মধ্য দিয়েই। এবার বইমেলাতেও দেখা মিলিল সেই জনপ্রিয়তার।
বামফ্রন্টের বিভিন্ন স্টলে থরে থরে সাজানো বুদ্ধদেব ভট্টাচার্যের বই বিক্রি হয়ে গেছে নিমেষেই। শুধু বাম সমর্থক নয় ক্রেতার তালিকায় রয়েছে সাধারন মানুষও, জানাচ্ছে স্টল কর্তৃপক্ষ। এবং অবশ্যই চাহিদার তালিকায় শীর্ষে ছিল তাঁর সাম্প্রতিকতম বই ‘ স্বর্গের নীচে মহাবিশৃঙ্খলা ‘। জানা যাচ্ছে এক বিদেশী তরুনীও সংগ্রহ করেছেন বইটি।
‘স্বর্গের নিচে মহাবিশৃঙ্খলা’ বইয়ের প্রেক্ষাপট চিন ও তার বর্তমান পরিস্থিতি। এর সঙ্গে রয়েছে প্রমোদ দাশগুপ্তের সঙ্গে তাঁর প্রথম চিন সফরের কিছু অভিজ্ঞতাও। চিনের বর্তমান রাজনৈতিক দুর্নীতি, সঙ্কট, সরকারের আগ্রাসন নীতি এবং বর্তমান পরিস্থিতিতে শি জিনপিংয়ের ভূমিকা-এ সবই দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন তাঁর এই বইয়ে।