বাংলাহান্ট ডেস্ক : বাংলার শিক্ষা জগতের মুকুটে এক নতুন পালক। জাতীয় স্তরে সম্মান লাভ করতে চলেছেন বাঁকুড়ার জয়পুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বুদ্ধদেব দত্ত। এই বছর পশ্চিমবঙ্গ থেকে বুদ্ধদেব বাবু একমাত্র এই পুরস্কার পেতে চলেছেন। স্বাভাবিকভাবেই তার এই কৃতিত্বে গর্বিত বাঁকুড়াবাসী।
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে প্রতিবছর শিক্ষক দিবসের দিন অর্থাৎ ৫ সেপ্টেম্বর সারা দেশের মধ্যে কিছু শিক্ষককে জাতীয় সম্মানে সম্মানিত করা হয়। এই বছর অর্থাৎ ২০২২ সালে সারাদেশের মধ্যে ৪৬ জন শিক্ষক এই সম্মান লাভ করতে চলেছেন।
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই), কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস (CISCE), তামিলনাড়ু, হিমাচল প্রদেশ-সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষকদের সম্মানিত করা হবে। এই বছর বুদ্ধদেব বাবু একমাত্র যিনি বাংলা থেকে এই পুরস্কার পাচ্ছেন। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আগামী ৫ ই সেপ্টেম্বর নয়া দিল্লির বিজ্ঞান ভবনে বুদ্ধদেব বাবুর হাতে এই পুরস্কার তুলে দেবেন।
গত বৃহস্পতিবার কেন্দ্রে তরফ থেকে জাতীয় পুরস্কার প্রাপক শিক্ষকদের তালিকা প্রকাশ করা হয়। তারপর থেকেই বুদ্ধদেব বাবুকে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে ভাসেন তার সহকর্মী থেকে ছাত্র-ছাত্রীরা। কিন্তু বুদ্ধদেব বাবু “আমি” তে নয়, ” আমরা” তে বিশ্বাসী। তিনি জানিয়েছেন,”এই জাতীয় পুরস্কার শুধু আমার নয়, আমাদের সকলের।”
বুদ্ধদেব বাবু এই জয়পুর প্রাথমিক বিদ্যালয় ছোটবেলায় পড়াশোনা করেছেন। এখন তিনি সেই স্কুলেই শিক্ষকতা করছেন। এই ব্যাপারে তিনি জানান,”ছোটবেলায় এই স্কুলে পড়াশোনা করেছি। পুরস্কার পেয়ে স্কুল ও জেলার প্রতি দায়িত্ব অনেকটাই বেড়ে গেল।”