স্টাফ রিপোর্টঃ মোদী সরকার সাধারণ বাজেটে নতুন ব্যাবসা শুরু করার জন্য বড়সড় উপহার দিয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বাজেট ভাষণে বলেন, সরকার MSME ঋণ নিয়ে নতুন সুবিধা দিয়েছে। এর মাধ্যমে এক কোটি টাকা পর্যন্ত ঋণ মাত্র এক ঘণ্টার মধ্যে দেওয়া হবে। সরকারের এই সুবিধা এখনকার ব্যাবসায়িদের জন্য। কিন্তু খুব তাড়াতাড়ি নতুন ব্যাবসা শুরু করার জন্য এই মাধ্যমে ঋণ দেওয়া হবে। ঋণের রাশি আট দিনের মধ্যে অ্যাকাউন্টে ঢুকে যাবে।
স্ট্যান্ড আপ ইন্ডিয়ার প্রকল্পের মাধ্যমে দুই বছরে ৩০০ উদ্যোগী সামনে এসেছে। অর্থ মন্ত্রী বলেম MSME ক্ষেত্রে ঋণ পাওয়ার রাস্তা সুগম করার জন্য সরকার একটি বিশেষ অনলাইন পোর্টাল এর মাধ্যমে মাত্র ৫৯ মিনিটে এক কোটি টাকার ঋণ উপলব্ধ করার প্রক্লপ শুরু করছে।
অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন বলেন, সরকার খুদ্র, সুক্ষ, এবং মধ্যম বর্গের উদ্যোগের জন্য একটি ভুগতান প্ল্যাটফর্মের নির্মাণ করবে। ওই প্ল্যাটফর্মে বিল প্রস্তুত করা আর সেতির ভুগতান এক যায়গায় করা হবে। নির্মলা সীতারমন মোদী সরকারের দ্বিতীয় কার্যকালের বাজেট পেশ করার সময় বলেন, খুদ্র এবং মধ্যম ইউনিটে রোজগার স্থির করার জন্য বিনিয়োগের প্রয়োজন।
অর্থ মন্ত্রী বলেন, সুদ মাফি প্রকল্পের মাধ্যমে GST রেজিস্টার্ড সমস্ত MSME এর জন্য নতুন অথবা বেড়ে যাওয়া ঋণে ২ শতাংশ সুদ মাফির জন্য ২০১৯ – ২০২০ আর্থিক বছরে ৩৫০ কোটি টাকা আবণ্টন করা হয়েছে।