বাংলা হান্ট ডেস্ক : বাজেট পেশের আগে রাষ্ট্রপতি ভবনে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) যান। দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) সঙ্গে দেখা করেন অর্থমন্ত্রকের অন্য কর্তারাও। বাজেট ঘিরে আজ চড়েছে প্রত্যাশার পারদ। আদানির শেয়ারে ধসের ধাক্কা কাটাতে ভরসা বাজেট? বাজার খুলতেই ঊর্ধ্বমুখী সেনসেক্সের সূচক। নিফটি চড়ল ১০০ পয়েন্টের বেশি।
আমজনতার প্রত্যাশা পূরণ করবে এবারের বাজেট। পেশের আগে দাবি অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরীর। বাজেট পেশ শুরু সংসদে। ‘অমৃতকালের প্রথম সাধারণ বাজেট’, বললেন নির্মলা সীতারমণ। বাজেট ভাষণ শুরুর কিছুক্ষণের মধ্যে ‘ভারত জোড়ো’ স্লোগান কংগ্রেসের।
দেখে নেওয়া যাক বাজেট ২০২৩ একনজরে :
- অর্থনৈতিক সংস্কারে জোর দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী। পিছিয়ে পড়া মানুষের কথা ভেবেই এই বাজেট পেশ, দাবি নির্মলার।
বাজেটে সাতটি দিকে বিশেষ জোর দেওয়া হয়েছে। যার নাম দেওয়া হল ‘সপ্তর্ষি’।
১. সুসংহত বিকাশ
২. পরিকাঠামোয় বিনিয়োগ
৩. দেশের প্রতিভা বা দক্ষতার বিকাশ
৪. সবুজায়ন
৫. যুব
৬. অর্থ বিভাগ
৭. লক্ষ্যপূরণ
- আগামী অর্থবর্ষে জম্মু-কাশ্মীর, লাদাখ ও উত্তর পূর্বের রাজ্যে বিশেষ জোর দেওয়া হবে।
- কৃষি স্টার্ট আপের জন্য বিশেষ তহবিল বানাচ্ছে কেন্দ্র। ৬২ হাজার কোটির কৃষিঋণ। উদ্যানপালন বা হর্টিকালচারের বরাদ্দ ২ হাজার কোটির বেশি।
- ১৫৭ নতুন নার্সিং কলেজ তৈরি হবে দেশজুড়ে। ২০৪৭-এর মধ্যে দেশ থেকে শিকল সেল অ্যানিমিয়া দূরীকরণ। এর জন্য বিশেষ প্রকল্প।
- ২০২৩-২৪ সালের বাজেটে অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, শেষ মাইলে পৌঁছানো, অবকাঠামো ও বিনিয়োগ, সম্ভাবনা, সবুজ প্রবৃদ্ধি, যুব ও আর্থিক ক্ষেত্রকে উন্মুক্ত করার উপর জোর দেওয়া হয়েছে: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
- অমৃত কালে আমাদের নজর রয়েছে একটি প্রযুক্তি-চালিত এবং জ্ঞান-ভিত্তিক অর্থনীতি, শক্তিশালী পাবলিক ফাইন্যান্স এবং একটি শক্তিশালী আর্থিক খাতের উপর। ‘সবকা সাথ, সবকা প্রয়াস’-এর মাধ্যমে এই ‘জনভাগীদারি’ অর্জন করা অপরিহার্য: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
- অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩-২৪ সালের বাজেট পেশের সময় বলেন, মিশন মোডে পর্যটনের প্রচার করা হবে।
- সমস্ত পুরনো গাড়ি ও অ্যাম্বুলেন্স তুলে নিতে হবে। এর জন্য রাজ্যকে আর্থিক সাহায্য দেওয়া হবে।
- রাজ্যগুলির জন্য কিছু সুখবরও দিলেন অর্থমন্ত্রী। তিনি ঘোষণা করেছিলেন যে রাজ্য সরকারগুলিকে ৫০ বছরের সুদবিহীন ঋণ আরও এক বছরের জন্য বাড়ানো হবে।