বাংলা হান্ট ডেস্ক : আর দিন কয়েক পরেই পেশ হতে চলেছে বাজেট। আপাতত সেই বাজেট অধিবেশনের (Budget 2024) দিকে তাকিয়ে গোটা দেশ। কারণ লোকসভা নির্বাচনের (Lok Sabha Election) কথা মাথায় রেখে সেই সময় ডিএ (Dearness Allowance) ঘোষণা পারে সরকার। মিটিয়ে দিতে পারে বকেয়াও। ফলে লোকসভা ভোটের আগে মালামাল হয়ে যেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের অন্তর্বর্তী বাজেট থেকে বিশেষ প্রত্যাশা রয়েছে সরকারি কর্মচারীদের। ডিএ, বকেয়ার পাশাপাশি বেতন বৃদ্ধি নিয়েও বেশ আশাবাদী সকলে। বিশেষজ্ঞ মহলের দাবি, আসন বাজেটে সরকার তার কর্মীদের জন্য কোনও বড় ঘোষণা করতে পারেন। একই সাথে CAA লাগু হওয়া নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে জাতীয় রাজনীতিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, বেতন বৃদ্ধির দাবি জানিয়ে বহুদিন ধরেই আন্দোলন করে আসছেন দেশের কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এ বিষয়ে সরকারি কর্মচারীদের একাধিক সংগঠনের সঙ্গে একাধিকবার কথা হয়েছে। আর এবার সম্ভবত শিকে ছিঁড়তে চলেছে। সূত্রের খবর, বাজেট অধিবেশন শুরু হবে ১লা ফেব্রুয়ারি। ঐদিন বাজেট পেশ করার সময়ই সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি সংক্রান্ত ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আরও পড়ুন : RSS-র স্বয়ংসেবক খুনে বড় রায় হাইকোর্টের! নিষিদ্ধ সংগঠন PFI-র ১৫ জনকে মৃত্যুদণ্ড কেরল আদালতের
এমতাবস্থায় নয়া বাজেটে যদি ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি পায় তাহলে যারা এতদিন ১৮,০০০ টাকা বেসিক বেতন পেতেন এখন তাদের বেসিক বেতন হবে ২৬,০০০। তবে এই সম্ভাবনা একটু কম। কারণ এর আগেই একবার সরকারি বিবৃতি এসেছিল যে, এই মুহূর্তে সরকার আর অষ্টম বেতন কমিশন আনার কথা ভাবছেনা। তবে বকেয়া নিয়ে সুখবর মিললেও মিলতে পারে।
আরও পড়ুন: সরকার পড়বে? হেমন্ত সোরেনের অনুপস্থিতিতে জোটের বিধায়করা ডাকলেন বৈঠক! তুলকালাম ঝাড়খণ্ডে
জানিয়ে রাখা ভালো, এমনিতে বছরে দুবার ডিএ বাড়িয়ে থাকে কেন্দ্র সরকার। তবে কোভিড পিরিয়ডে অর্থাৎ ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত মহার্ঘ্য ভাতা বাড়ানো হয়। এরপর ২০২১ সালের জুলাই মাসে এক ধাক্কায় ১১ শতাংশ ডিএ বাড়ানো হয়। এমতাবস্থায় মোট ১৮ মাসের ডিএ বাকি রয়েছে। আসন্ন বাজেট অধিবেশনে এই ডিএ জট কাটবে বলে আশা করছেন সরকারী চাকরিজীবীরা।