Budget 2025: ছোট ব্যবসায়ীদের জন্য বড় উপহার! ৫ লক্ষ টাকার ক্রেডিট কার্ড ঘোষণা করলেন অর্থমন্ত্রী 

বাংলা হান্ট ডেস্কঃ আপেক্ষার অবসান! আজ ফ্রেব্রুয়ারি মাসের পয়লা তারিখেই বাজেট (Budget 2025) পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। আজ শনিবার সকাল ১১ টা থেকে শুরু হয়েছে বাজেট অধিবেশন। এই নিয়ে অষ্টম বারের মতো বাজেট পেশ করছেন নির্মলা সীতারামন। এবার বাজেট অধিবেশন শুরুর আগে থেকেই বারবার আলোচনায় উঠে এসেছে মধ্যবিত্তের কথা।

বাজেট (Budget 2025) অধিবেশনে ক্রেডিট কার্ড নিয়ে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শোনার পর নতুন আশার সঞ্চার হয়েছে দেশবাসীর মধ্যে। এবার তারই ছাপ মিলল নতুন বছরের কেন্দ্রীয় বাজেট অধিবেশনে। আজ দেশের সমস্ত ছোট ব্যবসায়ীদের জন্য বড় উপহার নিয়ে হাজির হলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। আজকের বাজেট (Budget 2025) অধিবেশনে তাঁদের জন্য মোট ৫ লক্ষ টাকার ক্রেডিট কার্ড ঘোষণা করলেন তিনি।

কেন্দ্রীয় বাজেট ২০২৫-এ (Budget 2025) ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য কেন্দ্রের MSME ক্রেডিট গ্যারান্টি ৫ কোটি থেকে বাড়িয়ে করা হল ১০ কোটি টাকা করা হল। জানানো হয়েছে আগামী ৫ বছরে ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি ১.৫ লক্ষ কোটি টাকা লোন দেওয়া হবে। একইসাথে আজ MSME-তে বিনিয়োগ এবং টার্নওভারের সীমা যথাক্রমে ২.৫ এবং ২ গুণ বৃদ্ধি করার কথা জানিয়েয়েছেন অর্থমন্ত্রী। মোদী সরকারের মেক ইন ইন্ডিয়াকে আরও সফল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামীদিনে এই উৎপাদন মিশন নীতি ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে বিশেষ ভাবে সাহায্য করবে।

আরও পড়ুন: কর ছাড় থেকে রেল! উপহারের ডালি সাজিয়ে কেন্দ্রীয় বাজেট, হতে পারে এই ৫ বড় ঘোষণা

ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের কথা জানিয়ে আজ অর্থমন্ত্রী বললেন, ‘আমরা চাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিকাশ হোক। এক্ষেত্রে কোটিরও বেশি রেজিস্ট্রেশন রয়েছে। কোটি কোটি মানুষের কর্মসংস্থান জড়িয়ে আছে এর সাথে। এই শিল্প ভারতকে উৎপাদন প্রধান করে তুলেছে। তাই যাতে তাঁরা আরও বেশি টাকা পেতে পারেন, তাই আড়াই গুণ অর্থ বাড়ানো হচ্ছে। এতে দেশের তরুণ প্রজন্মের কর্মসংস্থান হবে। আমরা মাইক্রো এবং ছোট উদ্যোগের জন্য ক্রেডিট গ্যারান্টি কভার ৫ কোটি থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করব।’

Budget 2025

অর্থমন্ত্রী আজ আরও ঘোষণা করে জানিয়েছেন, কিষাণ ক্রেডিট কার্ডের অধীনে ঋণের সীমা ৩ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৫ লক্ষ টাকা করা হবে। এদিন তিনি বলেন, ‘আমাদের রপ্তানির ৪৫ শতাংশ ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে হয়। এমএসএমইতে ক্রেডিট অ্যাক্সেস বাড়াতে হবে।’ এরপরেই  এবারের বাজেটে  মাইক্রো এন্টারপ্রাইজের জন্য কাস্টমাইজড ক্রেডিট কার্ডের সীমা ৫ লক্ষ টাকা করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর