বাজেট নিয়ে বড় খবর! মিউচুয়াল ফান্ডে লাভ হবে নাকি ক্ষতি? ইঙ্গিত মিলছে এই প্রতিবেদনেই

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল কেন্দ্রীয় বাজেট (Budget) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আয়করের ক্ষেত্রে কেন্দ্রীয় বাজেটে ছাড়ের ঘোষণা থাকতে পারে কিনা তা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে চুলচেরা বিশ্লেষণ। অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, স্টার্টআপ সংস্থাগুলিকে উদ্বুদ্ধ করতে আগামী বাজেটে বেশ কিছু সুবিধার কথা ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী।

কেন্দ্রীয় বাজেটের (Budget) নিরিখে মিউচুয়াল ফান্ড

বর্তমানে ভারতে দুটি কর কাঠামো চালু রয়েছে। পুরাতন বা নতুন -আয়করদাতারা নিজেদের ইচ্ছামতো কাঠামোয় প্রদান করতে পারেন কর। নয়া কর কাঠামোয় কেন্দ্রীয় সরকার (Central Government) নূন্যতম ছাড়ের অংক রেখেছে তিন লক্ষ টাকা। তবে অর্থনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আসন্ন বাজেটে নয়া কর কাঠামোয় কর ছাড়ের অংক বেশ কিছুটা বৃদ্ধি করা হতে পারে।

আরোও পড়ুন : ভোল বদলে শ্যামলী-অনিকেতের জীবনে ফিরছে কিঞ্জল! ‘পরিণীতা’ ছাড়বেন উদয়?

নয়া কর কাঠামোয় কর ছাড়ের পরিমাণ বৃদ্ধি পেলে অনেকটাই স্বস্তি পাবেন মাঝারি আয়ের করদাতারা। কর ছাড়ের পরিমাণ বৃদ্ধি পেলে বেশ খানিকটা শক্তিশালী হবে ডোমেস্টিক ইকোনমি। এছাড়াও ভারতে মধ্যবিত্তদের মধ্যে শেয়ার মার্কেট ও স্টকে বিনিয়োগের আগ্রহ বাড়ছে চোখে পড়ার মতো। তাই মিউচুয়াল ফান্ডে (Mutual Fund) বড় কোনো ছাড় দেওয়া হয় কিনা সেই দিকেও তাকিয়ে অসংখ্য বিনিয়োগকারী।

আরোও পড়ুন : সাবধান! সরস্বতী পুজোর দিন এই কাজগুলি করবেন না, পড়তে হতে পারে দেবীর রোষানলে

বর্তমানে শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ডে বাৎসরিক এক লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে কর ছাড় দেওয়া হয়ে থাকে। তবে মিউচুয়াল ফান্ডে যদি কর ছাড়ের পরিমাণ বৃদ্ধি করা হয় তাহলে বিনিয়োগ বৃদ্ধি পাবে মিউচুয়াল ফান্ড বা স্টক মার্কেটে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মত, আসন্ন বাজেটে (Budget) কেন্দ্রীয় সরকার ইলেক্ট্রনিক প্রোডাক্টস তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণের উপর ইমপোর্ট ডিউটি কমানোর প্রস্তাব আনতে পারে।

Budget and mutual Fund details

ইমপোর্ট ডিউটি কমলে কিছুটা সস্তা হতে পারে মোবাইল, টিভি, ফ্রিজের মতো ইলেকট্রনিক্স পণ্য। মোদি সরকার (Central Government) ক্রমাগত ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন বাস্তবায়িত করার একাধিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইলেকট্রনিক্স পণ্যের দাম কমিয়ে ডিজিটাল ইন্ডিয়ার স্বপ্ন পূরণ করতে সরকার নতুন কোনো সিদ্ধান্ত নেয় কিনা সেদিকেই তাকিয়ে বাজার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X