সুসংবাদ আসন্ন! সস্তা হবে পেট্রোল-ডিজেল! বাজেটে কোন ফর্মুলা কষছেন বিশেষজ্ঞরা ?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আগামীকাল কেন্দ্রীয় বাজেট (Budget) পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট নিয়ে স্বাভাবিকভাবেই তৈরি হয়েছে প্রত্যাশা। আয়কর থেকে শুরু করে এলপিজি সিলিন্ডারের দাম, মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে বাজেটে অর্থমন্ত্রী কোনো বড় ঘোষণা করতে পারেন কিনা সেই দিকেই তাকিয়ে সবাই।

বাজেটে (Budget) পেট্রল ডিজেল নিয়ে বড় ইঙ্গিত

এমনিতেই ক্রমাগত দ্রব্যমূল্য বৃদ্ধিতে নাজেহাল আমজনতা। নিত্য প্রয়োজনীয়  জিনিস কিনতে গিয়ে কালঘাম ছুটছে মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের। এই আবহে আগামী বাজেট (Budget) অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশের প্রত্যেকটি মানুষের কাছে। এরই মধ্যে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মোদি সরকার আসন্ন বাজেটে দাম কমাতে চলেছে পেট্রোল ও ডিজেলের।

আরোও পড়ুন : বর নাচছে, কনে “বেহায়া”! বৈদিক বিয়ের নামে “বেলেল্লাপনা”, নাম না করে শ্বেতা-রুবেলকে তোপ অভিনেতার

কেন্দ্রীয় সরকার আবগারি শুল্ক (Excise Duty) কমানোর পথে হাঁটতে পারে। বর্তমানে পেট্রোলের উপর ১৯ টাকা ৯০ পয়সা এবং ডিজেলের উপর ১৫ টাকা ৮০ পয়সা আবগারি শুল্ক প্রযোজ্য হয়। সাধারণ মানুষকে স্বস্তি দিতে পেট্রোল ও ডিজেলের উপর আবগারি শুল্ক কমানোর প্রস্তাব দিয়েছে কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (CII)।

আরোও পড়ুন : পশ্চিমি-ঝঞ্ঝার ভ্রুকুটিতে, পন্ড হবে সরস্বতী পুজো? রইল আগামীকালের আবহাওয়ার বড় খবর

জ্বালানির উপর আবগারি শুল্ক কমলে কিছুটা হলেও দাম কমতে পারে পেট্রোল (Petrol) ও ডিজেলের (Diesel)। বিশেষজ্ঞদের একাংশের মত, আসন্ন বাজেটে অর্থমন্ত্রী বড় ঘোষণা করতে পারেন টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য। একাধিক কর ছাড়ের পক্ষে ঘোষণা আসতে পারে আগামীকাল।

Budget and petrol Diesel

টেক্সটাইল এবং গার্মেন্টস ইন্ডাস্ট্রির জন্য কর ছাড়ের সীমা প্রশস্ত হলে দেশীয় বাজারে দাম কমতে পারে জামাকাপড়ের। বাংলাদেশের চলমান পরিস্থিতিতে অনেক শিল্প সংস্থা আস্থা হারাচ্ছে সে দেশের উপর থেকে। এই পরিস্থিতিতে আসন্ন বাজেটে টেক্সটাইল শিল্প নিয়ে বড় কোনো পদক্ষেপের পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X