বাজেটে বিরাট চমক! এই ৪ টি সরকারি প্রকল্পে লাভবান হবেন দেশের মধ্যবিত্তরা, রইল বিস্তারিত

Published On:

বাংলাহান্ট ডেস্ক : আগামী ১ ফেব্রুয়ারী বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। প্রতিবারের মতো এবারও স্বাভাবিকভাবে বাজেট নিয়ে আম-আদমির মধ্যে শুরু হয়েছে প্রত্যাশা। কিছু অর্থনৈতিক বিশেষজ্ঞ বলছেন, আগামী বাজেটে কেন্দ্রীয় সরকার বেশ কিছু বড় সরকারি প্রকল্পে (Government Scheme) বড় ঘোষনা করতে পারে। পিএম কিষাণ সম্মান নিধি এবং পিএম আবাসের মতো কেন্দ্রীয় প্রকল্পগুলিতে (Government Scheme) আসতে পারে বড় বদল। কোন কোন প্রকল্পে বদল আসতে চলেছে আগামী বাজেটে (Budget)?

এক নজরে দেখে নেব সরকারি প্রকল্পগুলি (Government Scheme)

• রিয়েল এস্টেট সেক্টরকে পুনরায় উজ্জীবিত করতে কেন্দ্রীয় সরকার (Central Government) ভর্তুকির পরিমাণ বৃদ্ধি করতে পারে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত, পিএম আবাস যোজনার জন্য ব্যাংক থেকে ঋণ নেওয়ার প্রক্রিয়া সহজ করতে পারে কেন্দ্রীয় সরকার।

আরোও পড়ুন : রাত পোহালেই বৃষ্টি! দক্ষিণবঙ্গে শীত বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর, এবার গরম শুরু…

• বর্তমানে দেশের কৃষকদের বার্ষিক ৬০০০ টাকার আর্থিক সাহায্য করা হয়ে থাকে পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আওতায়। ৩ টি কিস্তিতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে যোজনার টাকা স্থানান্তর করা হয়। তবে অনেকের মতে, পিএম কিষাণ সম্মান নিধি যোজনার আর্থিক অনুদানের পরিমাণ ৬০০০ টাকা থেকে বৃদ্ধি করে ১২০০০ টাকা করা হতে পারে। এমনকি কম সুদে কৃষকরা যাতে ঋণ নিতে পারেন সেই বিষয়টিও বিবেচনা করা হতে পারে আগামী বাজেটে।

আরোও পড়ুন : স্যালাইন কাণ্ডে বড় খবর! বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট! জোর শোরগোল

• কিছু আর্থিক বিশেষজ্ঞ মনে করছেন, আগামী বাজেটে ১০% পর্যন্ত বরাদ্দ বৃদ্ধি হতে পারে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়। গত আর্থিক বছরে ১৪,৮০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়। সেই পরিমাণ এবার বৃদ্ধি পেয়ে হতে পারে ১৬,১০০ কোটি টাকা।

Budget effect on government scheme

• আগামী বাজেটে বরাদ্দ বৃদ্ধি করা হতে পারে আয়ুষ্মান ভারত প্রকল্পে। ইতিমধ্যেই ৭০ বছর ও তার বেশি বয়সীদের জন্য আয়ুষ্মান ভারত প্রকল্পে অতিরিক্ত সুবিধা দেওয়ার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তাই আগামী আর্থিক বছরে বরাদ্দের পরিমাণ বাড়ানো হতে পারে আয়ুষ্মান ভারত প্রকল্পে।

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর

X