বাজেট পেশের আগেই বিরাট চাল! বিধানসভায় BJP-র ‘রণনীতি’ ঠিক করতে বৈঠকে শুভেন্দু

বাংলা হান্ট ডেস্কঃ সামনে লোকসভা নির্বাচন (Loksabha Election)। ইতিমধ্যেই পেশ হয়েছে কেন্দ্রীয় বাজেট। সোমবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার অধিবেশন। ওদিকে আগামী ৮ ফেব্রুয়ারী বৃহস্পতিবার বিধানসভায় পেশ হতে চলেছে রাজ্য বাজেট (Budget Session in State Assembly)। এই আবহে বিজেপির পরিষদীয় দল সূত্রের খবর, বিধানসভায় রাজ্য বাজেটে গেরুয়া বিধায়কদের কী ভূমিকা হবে তা নিয়ে মঙ্গলবার বিধানসভায় বৈঠক করবেন শুভেন্দুরা (Suvendu Adhikari)।

সাম্প্রতিক সময়ের একাধিক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। একাধিক বিল নিয়ে অব্যাহত থাকে টানাপোড়েন। বিজেপির বিক্ষোভ, ওয়াকআউট এই সমস্ত ঘটনার সাক্ষী থেকেছে বিধানসভা। রাজ্য বিধানসভার অধিবেশনে বিজেপির অন্যতম প্রধান বক্তা শুভেন্দু অধিকারী একাধিকবার বিভিন্ন ইস্যুতে চেপে ধরেন সরকার পক্ষকে। ওদিকে পরিস্থিতি এতটাই হাতের বাইরে চলে যায় যে বিধানসভার অধিবেশন থেকে সাসপেন্ডও করা হয় শুভেন্দু অধিকারীকে।

গত ২৮ নভেম্বর বিধানসভার অধিবেশন চলাকালীন সাসপেন্ড করা হয় রাজ্যের বিরোধী দলনেতাকে। সেই অধিবেশন শেষ হয়েছিল ৪ ডিসেম্বর। যদিও ৩০ দিনের সেই সাসপেনশন শেষ হয়েছে। একদিন আগেই বিরোধী দলনেতার সাসপেনশন উঠেছে বিধানসভায়। তবে এতকিছুর পরও যে শুভেন্দুকে দমানো যাবেনা তা অবশ্য কারও বুঝতে বাকি নেই। আগেই শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন যে, সকলের অন্যায়ের বিরুদ্ধে বিধানসভায় তাদের প্রতিবাদ জারি থাকবে।

এদিকে গতকালই বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, বিএ কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হলেও শুভেন্দু অধিকারীকে আসেননি। এরপরই এই বিষয়ে মন্তব্য করে অধ্যক্ষ বলেন, “বিরোধীদের সদর্থক ভূমিকা থাকা উচিৎ। বিরোধী দলনেতা যে আচরণ করছেন তা সঠিক নয়। তার সংযত হওয়া উচিত।”

suvendu adhikari

আরও পড়ুন: ভোটের আগেই চমক! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই বড় সিদ্ধান্ত নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার, শুনে লাফাবেন

যদিও সাসপেনশন ওঠার পর শুভেন্দু জোর গলাতেই বলেন, “কারও দয়ায় আমি বিরোধী দলনেতা হইনি, বিমান বন্দ্যোপাধ্যায়ের দয়ায় আমার সাসপেনশন ওঠেনি।” এই উত্তপ্ত আবহে সোমবার থেকে শুরু হচ্ছে বিধানসভার অধিবেশন। আবার বৃহস্পতিবার বাজেট পেশ। এই সময়েই আবার বিধানসভায় বিজেপি বিধায়কদের কি ভূমিকা হবে তা নিয়ে মঙ্গলবার বিধানসভায় বৈঠকে বসবে বিজেপি। শুভেন্দু বলেন, ”রণনীতি ঠিক করতে আমরা মঙ্গলবার আলোচনায় বসছি।” পাশাপাশি সরকারপক্ষ যে ভাষায় কথা বলবে আমরা সেই ভাষাতেই আলোচনা হবে বলেও সাফ জানিয়েছেন শুভেন্দু।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর