ভোটের আগেই চমক! লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই বড় সিদ্ধান্ত নিতে পারে পশ্চিমবঙ্গ সরকার, শুনে লাফাবেন

বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন (Loksabha Election)। তার আগে গত বৃহস্পতিবার সংসদে ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেট (Interim Budget 2024) পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। এই বাজেট নিয়ে সাধারণ মানুষের মনে বিরাট আশা, প্রত্যাশা থাকলেও খুব একটা স্বস্তি হয়নি মধ্যবিত্তের। কারণ বাজেটে তেমন উল্লেখযোগ্য কোনও ঘোষণা হয়নি। পাশাপাশি ব্যক্তিগত আয়করও অপরিবর্তিতই রাখা হয়েছে।

তবে লোকসভার আগে মোদী সরকারের শেষ বাজেটে মহিলাদের উন্নয়ন নিয়ে বেশ কিছু বড় বার্তা রেখেছেন অর্থমন্ত্রী। নারীর ক্ষমতায়ন এবং নারীশক্তির উপর জোর দিয়েছেন তিনি। বাজেটে কেন্দ্রের ‘লাখপতি দিদি’ প্রকল্পে সদস্য সংখ্যা ২ কোটি থেকে ৩ কোটিতে নিয়ে যাওয়ার টার্গেট বেঁধে দিয়েছেন নির্মলা সীতারামন। কেন্দ্রের এই ঘোষণায় যথেষ্টই খুশি স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত মহিলারা।

এ তো গেল কেন্দ্রের বাজেট। এদিকে আগামী ৮ ফেব্রুয়ারি পেশ করা হবে মমতা সরকারের বাজেট (West Bengal Budget 2024)। ওয়াকিবহাল মহলের মতে, রাজ্য বাজেটে কেন্দ্রের ‘লাখপতি দিদি’ বনাম রাজ্যের ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র মধ্যেই বেশ টক্কর দেখা যেতে পারে। আর এই প্রেক্ষাপটে বরাদ্দের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে।

প্রসঙ্গত, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনপ্রিয় প্রকল্প হল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ (Lakshmir Bhandar)। এই প্রকল্পের আওতায় প্ৰতি মাসে তফসিলি জাতি-উপজাতির উপভোক্তারা মাসিক ১০০০ টাকা ও অন্যান্যদের ৫০০ টাকা করে পান। সামনেই লোকসভা নির্বাচন, তার আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়বে কিনা তা নিয়ে সম্প্রতি জোর জল্পনা তৈরি হয়েছে।

শুরুর দিকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন ২৫-৬০ বছর বয়সিরা। আর ৬০ বছর পেরিয়ে গেলে দেওয়া হত ‘বার্ধক্য ভাতা’। তবে বর্তমানে ৬০ বছর পেরিয়ে গেলেও ‘বার্ধক্য ভাতা’র পাশাপাশি ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে মাসে ১ হাজার টাকা পান। যার সুবিধা পান কোটি কোটি মানুষ।

mamata

আরও পড়ুন: ৬ দিনেই পাল্টি! ‘এক সপ্তাহের মধ্যে CAA লাগুর ‘গ্যারান্টি’কে ‘স্লিপ অফ টাং’ বললেন শান্তনু ঠাকুর

ওদিকে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের রূপশ্রী প্রকল্প (Rupasree Prakalpa)। গত ১ এপ্রিল, ২০১৮ থেকে কার্যকর হয়েছে মমতা সরকারের (West Bengal Government) রূপশ্রী প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রথমবার বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা অনুদান দিয়ে থাকে রাজ্য সরকার।

পাশাপাশি রয়েছে মমতা সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প ‘কন্যাশ্রী’। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রত্যেক ছাত্রীকে ১৮ বছরের পর ২৫ হাজার টাকা এবং পরবর্তীকালে উচ্চশিক্ষার জন্য কলেজ, বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচও প্রদান করে রাজ্য। এবার লোকসভা ভোটের আগে রাজ্য বাজেটেও নারী ক্ষমতায়নে বরাদ্দ বিরাট পরিমাণ বাড়বে বলে মনে করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর