নির্মলা সীতারামনের বড়ো ঘোষনা পড়ুয়াদের স্কলারশিপ নিয়ে

বাজেট ২০২০ চলার দ্বরুন বিদেশী ছাত্রদের নিয়ে এক বড়ো ঘোষনা করলেন নির্মলা সীতারাওম, বোঝা গেল যে তার বাজেটে বিদেশী ছাত্রদের স্কলারশিপ নিয়েও রয়েছে বিস্তৃত চিন্তাধারা। শনিবার দিন নির্মলা সীতারামন ঘোষণা করেন যে এশিয়ার অন্যান্য দেশ তথা আফ্রিকা থেকে যারা ভারতে পড়তে আসতে চাইছেন তাদের ইন্ডো-সেট পরিক্ষায় বসতে হবে।

এই পরিক্ষায় পাস করা পড়ুয়াদের স্কলারশিপ দেবে ভারত সরকার। এই ঘোষণাই করা হয় গতপকাল। এছাড়াও ১৫০টি প্রতিষ্ঠান ভারতে ‘জেনারেল ক্যাটাগোরি’র পড়ুয়াদের প্রশিক্ষণ দেবে বলেও জানানো হয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য: এছাড়াও বহু বাজেট ঘোশনা করা হয়েছে ভারপ্রাপ্ত নির্মলা সীতারামনের দ্বারা। ব্যাঙ্ক আকাউন্ট হোল্ডারদের আকাউন্টে  নিরাপত্তার জন্য ডিপোজিট এক লক্ষ টাকা ছিল। অর্থমন্ত্রী এদিন বাজেটে জানান এর সীমা ১ লক্ষ থেকে পাঁচ লক্ষ করা হয়েছে। এছাড়া চালু করা হচ্ছে কিষাণ রেল ও। অর্থমন্ত্রী ঘোষণা করেন যে এল আই সি র অংশিদারী বিক্রি করতে চলেছে সরকার।

সম্পর্কিত খবর