বিমান বসুর কাছে বাড়ি যাওয়ার আবদার বুদ্ধদেব ভট্টাচার্যের

Published On:

এখন অনেকটাই বিপদমুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ একটু সুস্থ হতেই উডল্যান্ডস হাসপাতালের বেড তাঁর একেবারেই পছন্দ হচ্ছে না, ভালোও লাগছে না৷ তাই সর্বক্ষণ বাড়ি ফেরার চিন্তায় মগ্ন বুদ্ধবাবু৷ বর্ষীয়ান সিপিএমের এই নেতৃত্বকে হাসপাতালে কেউ দেখতে গেলেই তাঁর কাছেই শিশুর মতো বাড়ি ফেরার আবদার জানাচ্ছেন তিনি৷ এমনকী হসপিটালের বিছানাতে শুয়েই বার বার বাড়ি যাওয়ার কথা বলছেন তিনি৷

বুধবার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিমান বসু ও মহম্মদ সেলিম৷ তাঁদের কাছেও বাড়ি যাওয়ার আবদার তোলেন বুদ্ধবাবু৷ বিমান বসুকে দেখে বাড়ি ফেরার জন্য ইচ্ছা প্রকাশ করে তিনি এখন সম্পূর্ণ সুস্থ তাই তাঁকে বাড়িতে চিকিত্সা করা হোক এমনটাই আরজি জানান যদিও বুদ্ধবাবুকে কড়া ধমক দিয়ে বিমানবাবু কিছুতেই চিকিত্সকদের অনুমতি ছাড়া বাড়ি ফেরা যাবে না বলে জানান পাশাপাশি বেশ কিছু দিন চিকিত্সকদের পরামর্শ মেনে চলার নির্দেশ দেন৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য৷ কিন্তু শুক্রবার রাতে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হওয়ায় তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করেন তাঁর পরিবারের সদস্যরা৷ শুধু শ্বাসকষ্ট নয় ফুসফুসে আক্রমণ সহ একাধিক আনুসঙ্গিক শারীরিক সমস্যা ধরা পড়ে হাসপাতালে৷ চিকিত্সকদের প্রচেষ্টায় আপাতত সুস্থ হলেও কয়েকদিন পর্যবেক্ষণের মধ্যে রাখতে চাইছেন চিকিত্সকরা৷ কিন্তু কিছুতেই রাজি নন প্রাক্তন মুখ্যমন্ত্রী বরং বার বার তাঁকে ছুটি দেওয়ার জন্য অনুরোধ করেছেন৷

X