বাংলাহান্ট ডেস্ক : মর্মান্তিক দুর্ঘটনা রাজধানীতে। দিল্লির (Delhi) আজাদ মার্কেট এলাকায় ভেঙে পড়লো একটি নির্মিয়মান চারতলা বাড়ি। তিন জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আরও ৬ থেকে ৭ জন শ্রমিক ধ্বংস স্তুপের মধ্যেই চাপা পড়ে রয়েছে, এমন আশংকাও করা হচ্ছে। দুর্ঘটনা ঘটার পরই সেখানে পৌঁছে যায় দমকল বাহিনী। এই মুহুর্তে উদ্ধারকার্য চলছে বলেই জানা যাচ্ছে।
দিল্লির আজাদ মার্কেটে চারতলা নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ার খবর সামনে এসেছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ৩ জন কর্মরত শ্রমিক ইতিমধ্যেই মারা গেছেন। আরও অন্তত ৬ থেকে ৭ জন শ্রমিক ভেঙে পড়া বাড়ির নিচেই চাপা পড়ে আছে বলে সন্দেহ করা হচ্ছে। গতকাল সকাল ৮ঃ৫০ মিনিট নাগাদ এই ঘটনাটি ঘটে। খবর পেয়েই পৌঁছে যায় দমকল। উদ্ধার কার্যও শুরু হয়। ৯ঃ৩০ মিনিট নাগাদ এডিও রবীন্দর জানান, ‘এই দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। আরও ৬ থেকে ৭ জন শ্রমিক ধ্বংস্তুপের নিচেই চাপা পড়ে যায়।
আজাদ মার্কেট এলাকায় শিশামহল বাড়িতে মেরামতির কাজ চলছিল। হঠাৎই ভেঙে পড়ে বাড়িটি। ধ্বংস স্তুপের তলায় অেকেই চাপা পড়ে আছেন বলে আশংকা করা হচ্ছে। এখনও পর্যন্ত সরকারি ভাবে ৩ জন শ্রমিকের মৃত্যুর খবর সুনিশ্চিত করা হয়েছে। বাড়িটি ভেঙে পড়ার খবর আসে ৮ঃ৫০ মিনিটে। দ্রুতই কাজ শুরু করেন উদ্ধারকারীরা।
উদ্ধারকারী দলের সঙ্গে হাত লাগিয়েছে স্থানীয়রাও। বাড়িটি ছিল চারতলা। তাই তার ধ্বংস স্তুপের পরিমাণও অনেক বেশি। পুলিশ এবং স্থানীয় মানুষ মিলিত ভাবে কাজ করছে। স্থানীয় লোকজনদের মতে একাধিক শ্রমিক এখানে চাপা পড়ে থাকার সম্ভাবনা রয়েছে। কিন্তু সংখ্যাটা ঠিক কত তা জানেন না কেউই।
আধিকারিকরা জানান, সকাল ৮ঃ৩০ মিনিট নাগাদ তাঁদের কাছে বাড়ি ভেঙে পড়ার খবর এসে পৌঁছায়। বলা হয় শিশামহলের ৭৫৪ নম্বর বাড়িটি ভেঙে পড়েছে। সঙ্গে সঙ্গেই দমকলের ৪ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। দ্রুততার সঙ্গেই শুরু হয় উদ্ধারকার্য।