‘বাংলায় বুলডোজার ঢুকল বলে”, ফের তৃণমূলকে হুঁশিয়ারি শুভেন্দুর

বাংলা হান্ট ডেস্ক : বিফলে গেছে ডিসেম্বর মাসের ডেডলাইন। রাজ্যজুড়ে একের পর এক সমালোচনা সহ্য করতে হয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। শুধু তাই নয়, দলের ভিতরেও বার বার কটাক্ষ করা হয় তাঁকে। এবার আবার একটা নতুন তথ্য দিলেন তিনি। আজ, মঙ্গলবার গাজোলের কর্মিসভায় বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য রাখতে উঠে তিনি দাবি করেন এই সরকারের উপর এবার বুলডোজার চলবে। তাঁর মন্তব্যকে ঘিরে এখন সরগরম রাজ্য রাজনীতি।

মালদার গাজোলের কর্মিসভার আয়োজন করা হয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে। সেখানে শুভেন্দু অধিকারী বলেন, ‘‌অধিকাংশ জায়গায় স্বচ্ছ ভারত অভিযানের টাকা পৌঁছয়নি। তৃণমূলের নেতারা পায়খানাও খেয়ে ফেলেছে। আর দু’চারটে যে শৌচালয়ের ঘর তৈরি হয়েছে সেখানে পার্থ চট্টোপাধ্যায়ের মতো নেতারা ঢুকে রয়েছেন। ওদের বের করতে পারবেন না। ভাঙতে হবে।’‌ কিছুদিন আগে আদালতের পথে যাওয়ার সময় পার্থ চট্টোপাধ্যায় বলেন, তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না। এবার সরাসরি পার্থকেই আক্রমণ করলেন শুভেন্দু।

suvendu

বেশ কয়েক মাস ধরে তৃণমূল সরকারকে ফেলে দেওয়া হবে বলে তিনটি তারিখ বাতলে দেন নন্দীগ্রামের বিধায়ক। তারপর নবান্নের ১৪ তলা থেকে ঝাঁপ দিতে হবে বলেও মন্তব্য করেন। এমনকী ১২, ১৪ এবং ২১ ডিসেম্বর বড় ডাকাত ধরা পড়বে বলেছিলেন। সেসব কিচ্ছু হয়নি। উলটে এবার আবার শুভেন্দু বলেন, ‘‌ডাবল ইঞ্জিন আসছে। বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছোড়া পার্টি তোমাদের দিন ঘনিয়ে এসেছে। উত্তরপ্রদেশ থেকে বুলডোজার চলা শুরু হয়েছিল। অসম, কোচবিহার হয়ে এই রাজ্যে ঢুকল বলে।’‌

এরই পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাধারণ ঘর থেকে উঠে এসে নিজের গুণে বিশ্বনেতা হয়েছেন বলে দাবি করেন বিরোধী দলনেতা। তিনি দাবি করেন, ‘‌প্রধানমন্ত্রী প্রান্তিক মানুষদের জন্য জাতীয় সড়ক বানিয়েছেন। অনেক নতুন রেল লাইন বানিয়েছেন। নানা উন্নয়নমূলক কাজ করেছেন। ক্ষমতায় আসার পর স্বচ্ছ ভারত অভিযানের মাধ্যমে প্রত্যেক বাড়িতে যাদের শৌচালয় নেই তা বানানোর ব্যবস্থা করে দিয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কথা। ২০১৮ সালে মালদায় প্রায় ২০টির বেশি গ্রাম পঞ্চায়েতে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল। একাধিক পঞ্চায়েত সমিতি বিজেপি জিতেছিল। তাই আগামী দিনে স্বচ্ছ দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গড়ে তুলুন।’‌ তবে এত কিছুর পরও শুভেন্দুর বুলডোজার মন্তব্য নিয়ে চর্চা চলছেই।

Sudipto

সম্পর্কিত খবর