ঋষিকেশের (rishikesh) একটি ঘটনা এই মুহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার বিষয় হিসাবে তুমুল ঝড় তুলেছে। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ছবিও শেয়ার করা হচ্ছে। ঋষিকেশের লোকেরা এই ঘটনায় পৌর কর্পোরেশন প্রশাসনকে দোষ দিচ্ছেন। তাদের মতে প্রশাসনের গাফিলতির কারনে এই ধরনের প্রাণীর সংখ্যা বাড়ছে
দেরাদুনের সিনিয়র সাংবাদিক রতন ত্যাগী জানিয়েছেন, এই ঘটনাটি দু’দিন পুরনো। ঘটনার সময় বাড়ির ফটক খোলা ছিল। ল দুটি ষাঁড় লড়াই করতে করতেই ঘরে ঢুকে পড়ে। এদের মধ্যে একজনের আঘাতে এক ব্যক্তি আহত হন।
ষাঁড়েরা বাড়িতে ঢুকে পড়লে বাড়ির উপস্থিত লোকেরা আওয়াজ শুরু করে। আওয়াজ শুনে আশেপাশের লোকেরাও বাড়ির দিকে ছুটে গেল, কিন্তু লোকেরা আসার আগেই আরক দুটি ষাঁড়, একটি গাভী বাড়ির ভিতরে ঢুকে আসে। সবাই নিজেদের মধ্যে লড়াই শুরু করল।
ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, একটি ষাঁড় বেডরুমে রাখা ডাবল বিছানার উপরে দাঁড়িয়ে। ছবিটি তুমুল ভাইরাল হয়ে ছে নেট দুনিয়ায়। ইতিমধ্যেই এই ষাড়ের আক্রমণ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে।