গল্পের গোরু গাছে ওঠে – এই প্রবাদ বাক্য আমরা সকলেই শুনেছি। কিন্তু বাস্তবের ষাঁড় ছাদে ওঠে, এমন ঘটনা শুনেছেন কখনো? এমনই আজব কান্ড ঘটিয়ে বসল উত্তরপ্রদেশের এক ষন্ড। এক নির্মীয়মান বাড়ির ছাদে চড়ে বসল সে। চার ঘন্টা নাজেহাল করে তারপর নামলেন ষাঁড় বাবাজি।
শুক্রবার সকালে মাইনপুরী জেলার করহাল শহরে একটি নির্মীয়মান ৩ তলা বাড়ির ছাদে চড়ে বসে ঐ ষাঁড় করে। ষাঁড়কে ছাদে দেখতে পাওয়ার পরেই সেখানে উৎসাহিত লোকজনের ভিড় জমে যায়। কেউ কেউ ষাঁড়টি নামানোর জন্য কঠোর চেষ্টা করলেও সফল হয় নি। অবশেষে অক্লান্ত পরিশ্রমে ৪ ঘন্টা পর নামানো হয় ষাঁড়টিকে।
জানা যাচ্ছে ঐ নির্মানাধীন বাড়িটি ভাতেলায় অবস্থিত। শুক্রবার সকালে সাধারণ মানুষেরা প্রথম বাড়ির ছাদে ষাঁড়টি দেখেছিল। খবর পেয়ে সাথে সাথেই এলাকায় ভিড় জমে যায়। অনেকেই ছাদে দাঁড়িয়ে থাকা ষাঁড়ের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেয়।
চার ঘন্টার পরিশ্রমের পর অবশেষে বাড়ির ছাদ থেকে ষাঁড়টিকে নামানো সম্ভব হলেও এই নিয়ে ইতিমধ্যেই স্থানীয় মানুষজনের মধ্যে আলোচনা তুঙ্গে। কিভাবে ষাঁড় ঐ বাড়ির ছাদে উঠল তা নিয়ে জোর জল্পনা চলছে।