সম্প্রতি বুলডোজার বিতর্ক দেশের রাজনীতিতে অন্যতম এক প্রাসঙ্গিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতি মাঝেই দিল্লিতে বেআইনি নির্মাণ এবং দখলের বিরুদ্ধে পুরসভা নিজেদের অভিযান চালিয়ে যাচ্ছে। এর মাঝেই আজ দিল্লির শাহীনবাগে বুলডোজার চালানোর সম্ভাবনা দেখা দিয়েছে।
দিল্লির দক্ষিণ প্রান্তের বহু জায়গায় 4 ঠা মে থেকে এই কার্যপ্রণালী শুরু হয়েছে এবং আগামী 13 ই মে পর্যন্ত চলবে বলে জানা গিয়েছে। কর্পোরেশন দ্বারা বুলডোজার অভিযানের প্রথম দিনেই এমবি রোড এবং কর্ণি সিং শুটিং রেঞ্জ এলাকায় বুলডোজার চালানো হয় আর এবার দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব ডিএসপিদের কাছে একটি চিঠি লিখে আজ শাহীনবাগ এলাকায় বুলডোজার চালানোর ব্যাপারে জানানো হয়েছে। এই প্রসঙ্গে পুলিশের কাছ থেকে সম্পূর্ণ সহযোগিতা চেয়েছে তারা।
সাউথ এমসিডি পরিকল্পনা অনুযায়ী, আজ শাহীনবাগ জি-ব্লক থেকে যশোলা এবং যশোলা নালা থেকে কালিন্দী কুঞ্জ পার্ক পর্যন্ত সকল বেআইনি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বলে রাখা ভালো, এর পূর্বে 5 মে এখানে বুলডোজার চালানোর কথা থাকলেও পরবর্তীকালে পুলিশের সহযোগিতা না মেলায় সেই কাজ বন্ধ করে দেওয়া হয়।
সম্প্রতি কমিউনিস্ট পার্টি তথা সিপিএম দল শাহীনবাগে বেআইনিভাবে নির্মিত স্থান গুলি সরানোর নির্দেশ এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করে। জানা গিয়েছে যে, আজ সোমবার শাহীনবাগ ব্লগ থেকে যশোলা এবং যশোলা নালা থেকে কালিন্দী কুঞ্জ পার্ক পর্যন্ত বুলডোজার চালানো হতে পারে। এরপর আগামীকাল নিউ ফ্রেন্ডস কলোনি থেকে বৌদ্ধধর্ম মন্দির এবং তার আশেপাশের এলাকায় এই অভিযান চালানো হবে। 11 ই মে লোধি কলোনি, মেহের চাঁদ মার্কেট এবং সাই মন্দির সহ জহরলাল নেহেরু স্টেডিয়ামের পার্শ্ববর্তী এলাকায় কাজ হবে। এর পর 12 এবং 13 তারিখ যথাক্রমে 30 মার্চ দিনসেন মার্গ, ইসকন মন্দির ও তার পার্শ্ববর্তী এলাকা এবং খাড্ডা কলোনিতে বেআইনি নির্মাণের বিরুদ্ধে চলবে বুলডোজার অভিযান।