বাংলাহান্ট ডেস্ক : মধ্যপ্রদেশে (Madhyapradesh) দমোহ জেলার গঙ্গা-যমুনা ইংলিশ মিডিয়াম স্কুল এর আগে ছাত্রীদের জোর করে হিজাব পড়ানো নিয়ে খবরের শিরোনামে এসেছিল। এবার অবৈধ নির্মাণের অভিযোগে ফের এই স্কুল খবরের শিরোনামে। সূত্রের খবর প্রশাসনের অনুমতি ছাড়াই এই স্কুলে শুরু হয়েছে নির্মাণ কাজ।
স্থানীয় পৌরসভা এই ব্যাপারে স্কুল কর্তৃপক্ষের কাছে তিন দিনের মধ্যে জবাব তলব করেছে। পৌরসভা বলেছে তিন দিনের মধ্যে উপযুক্ত জবাব না দিলে বুলডোজার দিয়ে এই স্কুল ভেঙ্গে দেওয়া হবে।
স্থানীয় সূত্রে খবর, পৌরসভা ইতোমধ্যেই স্কুল কর্তৃপক্ষকে নোটিশ দিয়েছে। এই নোটিসে বলা হয়েছে স্কুল কর্তৃপক্ষকে আগামী তিন দিনের মধ্যে অবৈধ নির্মাণের ব্যাপারে জবাব দিতে হবে।
যে জমিতে এই স্কুলটি নির্মিত হয়েছে সেটি ইদ্রিস খান নামে এক ব্যক্তির। পুরনো স্কুল বিল্ডিংয়ের পিছনে এই জমিতে আরো একটি ভবন তৈরি করা হচ্ছে। জানা গিয়েছে পৌরসভার অনুমতি না নিয়েই অবৈধভাবে এই ভবনটি নির্মাণ করছে স্কুল কর্তৃপক্ষ। অপরদিকে, মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র বলেছেন, সঠিক পথে এগোচ্ছে গঙ্গা-যমুনা স্কুলের তদন্ত।
সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর অভিযোগে অভিযুক্ত এই স্কুলের পরিচালন সমিতির এক সদস্য এখনো পলাতক। তাকে দ্রুত গ্রেফতার করা হবে। উল্লেখ্য, সম্প্রতি এই স্কুলের একটি বিজ্ঞাপন খুব ভাইরাল হয়। সেই বিতর্কিত বিজ্ঞাপনে দেখা যায়, হিন্দু মেয়েদের মাথায় স্কার্ফ বা হিজাব পড়া অবস্থায় ছবি দেওয়া হয়েছে। এছাড়াও অভিযোগ ওঠে এই স্কুল জোর করে শিশুদের নামাজ পড়তে বাধ্য করে।
শিক্ষকদের বিরুদ্ধে ধর্মান্তকরণের অভিযোগও রয়েছে। এরপর গঙ্গা যমুনা স্কুলের পরিচালন সমিতির ১০ জনের বিরুদ্ধে ২৯৫, ৫০৬ ধারায় মামলা রুজু হয়। প্রশাসন জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই হলে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে অভিযুক্তদের বিরুদ্ধে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে।