বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশে (India) জোরকদমে চলছে বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের কাজ। যেটির বিভিন্ন আপডেট প্রায়শই সামনে আনছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। তবে, এবারে তিনি এমন একটি বিষয় প্রকাশ্যে এনেছেন যেটি জানার পর অবাক হবেন প্রত্যেকেই। মূলত, এই বুলেট ট্রেন প্রকল্পের কাজে ইতিমধ্যেই একাধিক চমক পরিলক্ষিত হয়েছে।
সেই রেশ বজায় রেখেই রেলমন্ত্রী জানিয়েছেন যে বুলেট ট্রেনের জন্য দেশের প্রথম ব্যালাস্টলেস ট্র্যাক শীঘ্রই প্রস্তুত হবে। পাশাপাশি, এই আপডেট সামনে এনে একটি ভিডিও তিনি প্রকাশ্যে এনেছেন। যেটি ইতিমধ্যেই ভাইরাল হতে শুরু করেছে।
Bharat’s first ballastless track for #BulletTrain !
✅320 kmph speed threshold
✅153 km of viaduct completed
✅295.5 km of pier work completedMore to come in Modi 3.0 pic.twitter.com/YV6vP4tbXS
— Ashwini Vaishnaw (मोदी का परिवार) (@AshwiniVaishnaw) March 28, 2024
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল করিডোরে বুলেট ট্রেনের জন্য জে-স্ল্যাব ব্যালাস্টলেস ট্র্যাক সিস্টেম স্থাপন করা হচ্ছে। এমতাবস্থায়, সোশ্যাল মিডিয়ায় এই তথ্য সামনে এনে রেলমন্ত্রী জানিয়েছেন যে, বুলেট ট্রেনের সর্বোচ্চ গতি ৩২০ কিলোমিটার প্রতি ঘণ্টা হবে। তাছাড়া মোট ১৫৩ কিলোমিটার ভায়াডাক্টের কাজ শেষ হয়েছে। এদিকে, ইতিমধ্যেই ২৯৫.৫ কিমির পিয়ার বিস্তৃত হয়েছে।
আরও পড়ুন: কপাল খুলে গেল রিঙ্কুর! একলাফে বেতন বাড়ল প্রায় দ্বিগুণ, লাখের গণ্ডি পেরিয়ে মিলবে এত টাকা
তবে, এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ব্যালাস্টলেস ট্র্যাকের বিষয়টি। জানিয়ে রাখি যে, এই ট্র্যাকের ৪ টি অংশ রয়েছে। সেগুলি হল আরসি ট্র্যাক বেড, সিমেন্ট অ্যাসফাল্ট মর্টার, প্রিকাস্ট ট্র্যাক স্ল্যাব, ও রেল উইথ ফাস্টেনার। “মেক ইন ইন্ডিয়া”-র স্বপ্নকে উপলব্ধি করে, গুজরাটের দু’টি কেন্দ্রে এই আরসি স্ল্যাবগুলির কাজ করা হয়েছে।
আরও পড়ুন: বারবার হামলার জের, ব্রিটেনের হিন্দু মন্দিরগুলিতে এবার কড়া নিরাপত্তা! কোটি কোটি টাকা বরাদ্দ সুনকের
এদিকে, রেলমন্ত্রী “X” মাধ্যমে জানিয়েছেন যে, এটাই “#BulletTrain-এর জন্য ভারতের প্রথম ব্যালাস্টলেস ট্র্যাক!” পাশাপাশি, এই প্রকল্পের কাজের আপডেট দেওয়ার সাথে সাথে তিনি এটাও জানিয়েছেন যে “মোদি 3.0-তে আরও কিছু আসবে”। অর্থাৎ, আসন্ন লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী মোদীর জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে রেলমন্ত্রী জানিয়েছেন যে, প্রধানমন্ত্রী হিসেবে মোদীর তৃতীয় মেয়াদে ভারত আরও উন্নয়ন দেখতে পাবে।