মালিকের প্রাণ বাঁচাতে শিং উঁচিয়ে তাড়া পালিত গরুর, তুমুল ভাইরাল ভিডিও

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বলা হয় কুকুর মানুষের সবথেকে ভাল বন্ধু। কুকুরের থেকে বেশি প্রভুভক্ত প্রাণী আর নেই। কুকুরকে যেমন শেখানো হয় হুবহু তাই করে। এমনকি মালিকের বিপদে তাকে পোষ‍্য কুকুর উদ্ধার করেছে এমন নিদর্শনও রয়েছে ভুরি ভুরি। তবে শুধু কুকুরকেই সেরা পোষ‍্যের তকমা দিলে কিন্তু ভুল করা হবে। এই দৌড়ে পিছিয়ে নেই ষাঁড়ও। ঠিক মতো প্রশিক্ষন দিলে অনায়াসে কুকুরকে টেক্কা দিতে পারে ষাঁড়। সম্প্রতি এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছে মালিককে বিপদের হাত থেকে রক্ষা করতে ছুটে এসেছে পালিত ষাঁড়।

ইমরান সুনা নামের এক ব‍্যক্তির টিকটক ভিডিও সম্প্রতি ঘুরপাক খাচ্ছে নেটদুনিয়ায়। সেখানে দেখা যাচ্ছে, ইমরানকে মারার জন‍্য মিছিমিছি লাঠি সোটা নিয়ে মারতে আসছে একদল লোক। আর এই দেখে মালিককে বাঁচাতে শিং উঁচিয়ে তেড়ে আসছে তার পালিত ষাঁড়। একবার দুবার নয়, যতবারই তারা ইমরানকে মারতে গিয়েছে ততবারই তার রক্ষার্থে ছুটে এসেছে ষাঁড়।

শুধু মালিকের প্রাণ বাঁচানোই নয়, স্টান্ট করতেও রীতিমতো ওস্তাদ এই ষাঁড়। ইমরানের সঙ্গে পাল্লা দিয়ে নানান ভেলকি দেখাতে দেখা গিয়েছে তাকে। মাথা নাড়িয়ে ইমরানকে উৎসাহও দিয়েছে তার পালিত ষাঁড়। দুজনের মধ‍্যে ভালবাসা ও বোঝাবুঝি এতই দৃঢ় যে নাম ধরে ডাকা মাত্রই ইমরানের সামনে হাজির হয় সে। এইসব টিকটক ভিডিও এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে নেটদুনিয়ায়। রাতারাতি তারকা বনে গিয়েছেন ইমরান। ১ মিলিয়নেরও বেশি ফলোয়ার রয়েছে তার। সঙ্গে ৮০ হাজারেরও বেশি লাইক।

তারকারাও বেশ ভক্ত টিকটকের। মাঝে মাঝেই বিভিন্ন তারকাকে দেখা যায় টিকটক ভিডিও বানিয়ে সোশ‍্যাল মিডিয়ায় শেয়ার করতে। ভাইরালও হয় সেই সব ভিডিও।

X