সিডনিতে ফিরলো হিউজের স্মৃতি, বুমরাহর জোরালো শট গিয়ে লাগলো গ্রিনের মাথায়, দেখুন ভয়ঙ্কর ভিডিও

বাংলা হান্ট ডেস্কঃ আগামী 17 ই ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বনাম অস্ট্রেলিয়ার পিঙ্ক বল টেস্ট। অ্যাডিলেডে দিনরাত্রি টেস্ট ম্যাচে মুখোমুখি হতে চলেছে ভারত ও অস্ট্রেলিয়া। তবে তার আগে ভারতীয় এ দল এবং অস্ট্রেলিয়া এ দলের মধ্যে প্রস্তুতি ম্যাচ চলাকালীন ঘটে গেল এক বিপদ। ফিরে এল কয়েক বছর আগে ফিল হিউজের স্মৃতি।

এইদিন প্রথম প্রস্তুতি ম্যাচ চলাকালীন ভারতীয় ব্যাটসম্যান জাসপ্রিত বুমরাহর একটি জোরালো শট গিয়ে লাগে অস্ট্রেলিয়ার বোলার ক্যামেরন গ্রিনের মাথায়। বুমরাহর মারা জোরালো শট সোজাসোজি গিয়ে লাগে গ্রিনের মাথায়। বোলিংয়ের সময় ফলো থ্রু তে এমন বিপদজনক ঘটনা ঘটে। মাথায় চোট লাগার পরে সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন গ্রিন, তারপরই তিনি মাঠ ছাড়েন। এমনকি আর ব্যাটিং করতে আসেন নি তিনি। এমনকি গ্রিনের পরিবর্ত নিয়েছিল অস্ট্রেলিয়া দল। স্বাভাবিক ভাবেই বোঝা যাচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট ম্যাচে অনিশ্চিত হয়ে পড়লেন এই তরুণ অলরাউন্ডার।

ভারতীয় এ দল বনাম অস্ট্রেলিয়া এ দলের খেলা চলছিল। তখন ভারতের ইনিংসের 45 তম ওভার, ব্যাটিং করছেন জাসপ্রিত বুমরাহ। অস্ট্রেলিয়ার এ দলের হয়ে বোলিং করতে আসেন ক্যামেরন গ্রিন। গ্রিনের প্রথম বলেই জোরালো শট মারেন বুমরাহ। বল সোজা গিয়ে লাগে গ্রিনের মাথায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। তারপর ফিজিও এসে গ্রিনকে মাঠের বাইরে নিয়ে যান। সঙ্গে সঙ্গে সিডনি ক্রিকেট স্টেডিয়ামে ফিরে আসে ফিল হিউজের স্মৃতি।


Udayan Biswas

সম্পর্কিত খবর