সিরিজের বাকি ম্যাচ গুলিতে যাতে বুমরাহ ফর্ম হারায় এটাই চাই নিউজিল্যান্ড দল।

ভারতীয় দলের তারকা পেসার জাসস্প্রীত বুমরাহ কোমরে চোটের কারণে 2019 সালের শেষের দিকে কিছু দিনের জন্য মাঠের বাইরে ছিলেন। তারপর চোট সারিয়ে বছরের শুরুতেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে কামব্যাক করেন। আর কামব্যাক করেই সেই পুরনো মেজাজে পাওয়া যায় বুমরাহকে। সিরিজের প্রথম ম্যাচে সেই ভাবে প্রভাব ফেলতে না পারলেও শেষ দুটি ম্যাচে ঝলক দেখান বুমরাহ।

বুমরাহ নিজের সেই পুরনো ফর্ম অব্যাহত রাখেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও। এই সিরিজের প্রথম ম্যাচে চার ওভার বল করে মাত্র 31 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছিলেন বুমরাহ, সিরিজের দ্বিতীয় ম্যাচে বুমরার চার ওভার বল করে মাত্র 21 রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন। বিশেষ করে ডেথ ওভারে, ডেথ ওভারে বুমরাহ দুর্দান্ত বোলিং করেন। শেষের দিকে যখন নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা বড় রান করতে মরিয়া হয়ে পড়েন সেই সময় তাদেরকে চাপে রাখেন বুমরাহ। বুমরাহের ওভারে বড় রান তুলতে পুরোপুরি ব্যর্থ হয় নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা। কোনো নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেথ ওভারে বুমরাহর বলে সেইভাবে বাউন্ডারি এবং ওভার বাউন্ডারি মারতে পারেন নি।

1621644692fcfb43a33f2f84f8ff80ce2854d15ce

এই মুহূর্তে পাঁচ ম্যাচের টিটোয়েন্টি সিরিজে 2-0 তে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। আর ভারতের এই জয়ের পেছনে বড় ভূমিকা পালন করেছেন ভারতীয় পেশার জাসস্প্রীত বুমরাহ। বুমরাহের প্রশংসা শুধু ভারতেই নয় বুমরাহের প্রশংসা শোনা যাচ্ছে নিউজিল্যান্ড শিবিরেও। নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গুপটিল বলেছেন বুমরাহ হচ্ছে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা বোলার। শুরুতে বুমরাহের বাউন্সার বলে মারা ঠিক যতটা কঠিন শেষের দিকে বুমরাহের স্লোয়ার বলে মারাও খুব কঠিন। সেই কারণে গুপটিল চান সিরিজের বাকি ম্যাচ গুলিতে যাতে বুমরাহের ফর্ম খারাপ যায়। কারণ বুমরাহ ফর্মে থাকলে যে সিরিজ জেতা খুব একটা সহজ হবে না নিউজিল্যান্ডের সেটা ভালো ভাবেই জানে নিউজিল্যান্ড দল।


Udayan Biswas

সম্পর্কিত খবর