নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে নিজের চেনা ছন্দের ধারেকাছে পাওয়া যায়নি ভারতীয় পেসার জাসস্প্রীত বুমরাহকে। এই সিরিজে একেবারে হতাশাজনক পারফরম্যান্স করেন বুমরাহ। আর নিজের খারাপ পারফরম্যান্সের জন্যই ওয়ানডে ক্রিকেটে এক নম্বর পজিশন হারালেন বুমরাহ।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বুমরাহ 30 ওভার বোলিং করেন কিন্তু 30 ওভার বোলিং করলেও একটা উইকেট তিনি পাননি। আর সেই কারণেই ওয়ানডেতে সিংহাসন হারাতে হল বুমরাহকে। অপরদিকে চোটের কারণে ভারতের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে না খেলেও বুমরাহকে টপকে এক নম্বর পজিশনে চলে গেলেন নিউজিল্যান্ডের বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্ট।
এই বুমরাহ হল এই মুহূর্তে ভারতীয় পেস বোলিং লাইনআপের অন্যতম প্রধান ভরসা। বলা ভালো বিরাট কোহলির প্রধান উইকেট টেকার। এমনিতে যখনই ভারতীয় দলের কোনো উইকেট এর প্রয়োজন পড়ে তখনই বিরাট কোহলি শরণাপন্ন হয় তার প্রধান অস্ত্র জাসস্প্রীত বুমরাহর। এই সিরিজেও তেমনই হয়েছে কিন্তু অধিনায়ক বিরাট কোহলিকে পুরোপুরিভাবে হতাশ করেছেন বুমরাহ। বিরাট কোহলি বারেবারে তার হাতে বল তুলে দিলেও তিনি সফল হননি। বুমরাহর উইকেট না পাওয়া এই সিরিজে বড় প্রভাব ফেলেছে। অনেকের মতে বুকরাহর উইকেট না পাওয়ায় এই সিরিজে পার্থক্য গড়ে দিয়েছে। সেই কারণেই বড় রান করার সত্ত্বেও নিউজিল্যান্ডকে থামাতে পারে নি ভারত।