শেষমেশ বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বুমরাহ, দেখুন বুমরাহের বিয়ের সমস্ত ছবি

বাংলা হান্ট ডেস্কঃ কয়েকদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল শেষমেষ বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা বোলার যাসপ্রিত বুমরাহ। জনপ্রিয় ক্রিড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশের সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়লেন বুমরাহ। বিয়ের সম্পূর্ণ আসর বসেছিল গোয়ার সমুদ্র সৈকতের ধারে এক বিলাসবহুল হোটেলে। তবে বিবাহ অনুষ্ঠানে খুব বেশি অতিথি উপস্থিত ছিলেন না। দুপক্ষের পরিবারের মানুষ জন এবং গুটি কয়েক খুব পরিচিত বন্ধু ছাড়া বিশেষ কাউকে দেখা যায়নি।

নিজেদের বিয়ে নিয়ে খুবই গোপনীয়তা অবলম্বন করেছিল বুমরাহ এবং সঞ্জনা গণেশ। নিজেদের বিবাহ নিয়ে এতটাই গোপনীয়তা অবলম্বন করতে চেয়েছিল তারা যে বিয়ের অনুষ্ঠানে মুঠোফোন পর্যন্ত আনা নিষিদ্ধ ছিল। চরম গোপনীয়তায় বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করল বুমরাহ এবং সঞ্জনা গণেশ। মেরে কেটে দুই পরিবার মিলে বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন কুড়ি জনেরও কম ব্যক্তিত্ব। তবে বিয়ের অনুষ্ঠান মিটতেই নিজের জীবনে দ্বিতীয় ইনিংসের ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন ভারতীয় স্পিডস্টার। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায় নেট মাধ্যমে।

https://www.instagram.com/p/CMb2BtxHjgD/?igshid=wofix1bloshe

নিজেদের বিবাহের ছবি টুইট করে বুমরাহ লিখেছেন, ” ভালোবাসা তার পথ খুঁজে তোমার কাছে চলে এসেছে। একরাশ ভালোবাসা নিয়ে আমাদের নতুন জীবনের পথচলা শুরু হল। আজকের দিনটা আমাদের কাছে খুবই আনন্দের, খুবই প্রিয় একটা দিন। সকলের কাছে আশীর্বাদ ও শুভেচ্ছা আশা করি।

https://www.instagram.com/p/CMb2B2THR96/?igshid=8aqy28gkh9fn

Udayan Biswas

সম্পর্কিত খবর