বাংলা হান্ট ডেস্কঃ লাগাতার খেলা থাকার কারণে ভারতীয় দলের একাধিক ক্রিকেটার চোট সমস্যায় ভুগছেন। একই সঙ্গে একাধিক ক্রিকেটারের চোট স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে বিসিসিআইয়ের। সেই কারণে বিসিসিআই চাইছে ক্রিকেটারদের বিশ্রাম দিয়ে তরতাজা রাখতে। সেই পরিকল্পনা অনুযায়ী ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টিটোয়েন্টি সিরিজে বিশ্ৰাম দেওয়া হতে পারে যাসস্প্রীত বুমরাহকে।
ভারত বনাম ইংল্যান্ডের তৃতীয় টেস্টটি হবে দিনরাতের। আর এই পিঙ্ক বল টেস্টে তরতাজা বুমরাহকে চাই ভারতীয় দল, সেই কারণেই দ্বিতীয় টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছিল বুমরাহকে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজে শেষ পর্যন্ত বুমরাহকে কি বিশ্রাম দেওয়া হবে? এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং হেডকোচ রবি শাস্ত্রী।
অপরদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে দলে সুযোগ পেতে পারেন সূর্যকুমার যাদব। দীর্ঘদিন ধরে আইপিএল এবং ঘরোয়া ক্রিকেটে চুটিয়ে পারফরম্যান্স করে আসছেন সূর্যকুমার যাদব, সেই কারণেই তাকে দলে নেওয়ার দাবি উঠতে শুরু করে। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজেই ভারতীয় দলের দরজা খুলে যেতে পারে সূর্যকুমার যাদবের সামনে।