আইসিসির জারি করা নতুন নিয়ম নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিলেন বুমরাহ।

এই মুহূর্তে করোনা ভাইরাসের জন্য গোটা বিশ্ব বিধ্বস্ত। বিজ্ঞানীরা জানিয়েছেন থুতু কিংবা লালার মাধ্যমে করোনা ভাইরাস ছড়ানোর সম্ভাবনা সবথেকে বেশি। সেই কারণে করোনা পরবর্তী সময়ে ক্রিকেট চালু হলে বলের পালিশ ঠিক রাখার জন্য বোলাররা থুতু কিংবা লালার ব্যবহার করতে পারবেন না এমনই প্রস্তাব রেখেছিল অনিল কুম্বলে নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি। আর এই কমিটির প্রস্তাবে সবুজ সংকেত দিয়েছে আইসিসি।

করোনা পরবর্তী সময়ে ক্রিকেট চালু হলে বোলারদের কথা ভেবে থুতু দিয়ে বলের পালিশ করার বিকল্প চাইলেন ভারতীয় পেসার যশস্প্রীত বুমরাহ। যশস্প্রীত বুমরাহ বলেন এখন বেশির ভাগ খেলায় ব্যাটসম্যানদের কথা ভেবেই পিচ বানানো হয়। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেট ব্যাটসম্যানদের অনুকূলেই থাকে। তাই বুমরাহের দাবি বোলারদের কথা ভেবে ক্রিকেটে ব্যাট এবং বলের ভারসাম্য বজায় রাখতে বলের পালিশে থুতুর ব্যবহারে আইসিসির অনুমতি দেওয়া উচিৎ।

596231167ee71febfb96edf8c276c4eaa57bff620dc3673e10189260d8935fb4d1558c6c

বুমরাহ বলেন উইকেট পাওয়ার পর সতীর্থদের সাথে হাত মেলানো কিংবা জড়িয়ে ধরার ব্যাপারে আইসিসি যে নিষেধাজ্ঞা জারি করেছেন সেটা ঠিক আছে কিন্তু বোলারদের কথা ভেবে বলের পালিশে থুতুর ব্যাবহারে ছাড় দেওয়া উচিৎ।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর