যেই মাঠে শুরু করেছিলেন টেস্ট কেরিয়ার, ৪ বছর পর নামবেন সেখানেই, কেপটাউন ম্যাচ নিয়ে আবেগঘন বুমরা

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আগামীকাল থেকে শুরু ভারতের দক্ষিণ আফ্রিকা সফরের তৃতীয় টেস্ট ম্যাচ। যশপ্রীত বুমরা যখন কাল দলের সাথে যখন কেপটাউনের মাঠে তৃতীয় টেস্টে প্রবেশ করবেন, তখন তিনি একটি বিশেষ অনুভূতির মধ্যে দিয়ে যাবেন। কারণ ৪ বছর আগে এই মাঠেই টেস্ট ফরম্যাটে অভিষেক হয়েছিল তার। তিন ম্যাচের সিরিজে বর্তমানে ১-১ ফলে সমতা বজায় রয়েছে। দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারতীয় দল। এমন পরিস্থিতিতে এবার ইতিহাস গড়তে চাইবে বিরাট কোহলির দল। আর গত ম্যাচ এবং কেপটাউনে নিজের অতীতের রেকর্ড ভুলিয়ে ঐতিহাসিক সেই জয়ে বড় ভূমিকা রাখতে চাইবেন বুমরা।

রবিবার কেপটাউনে অনুশীলনের পর তাই টেস্ট অভিষেকের স্মৃতি রোমন্থন করেছেন যশপ্রীত বুমরা। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “কেপটাউন ২০১৮, যেখানে ৪ বছর আগে আমার টেস্ট অভিষেক হয়েছিল। ৪ বছর পরে আমি একজন ক্রিকেটার এবং একজন ব্যক্তি হিসাবে বড় হয়ে উঠেছি। সেই মাঠে ফেরা বিশেষ স্মৃতি ফিরিয়ে এনেছে।” জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় টেস্টে অবশ্য নিজের ফর্মের ধারে কাছে ছিলেন না বুমরা। গোটা ম্যাচে তিনি মাত্র একটি উইকেট নিতে পেরেছিলেন।

 

View this post on Instagram

 

A post shared by jasprit bumrah (@jaspritb1)

কেপটাউনে নিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেট পেয়েছিলেন বুমরা। দ্বিতীয় ইনিংসে পেয়েছিলেন ৩ উইকেট। যদিও এই ম্যাচে ৭২ রানের ব্যবধানে হেরেছিল ভারতীয় দল। ভারত এখন পর্যন্ত এই মাঠে কোনো টেস্ট জিততে পারেনি। এমতাবস্থায় সিরিজ জিতলে দুটি বড় ইতিহাস তৈরি করবেন বিরাট কোহলিরা। কিন্তু ব্যাটারদের ফর্ম নিয়ে চিন্তায় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

বুমরার সামগ্রিক টেস্ট কেরিয়ারের দিকে তাকালে দেখা যাবে যে তিনি এখনও অবধি ২৬ টি ম্যাচে মাঠে নেমেছেন। মোট ৫০ টি ইনিংসে বল হাতে ২৩ গড়ে ১০৭ টি উইকেট নিয়েছেন। ৬ বার ৫ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে তার নামের পাশে। কেপটাউনে গত ম্যাচের পারফরম্যান্স ভুলে নতুন উদ্যমে নামতে চাইবেন বুমরা।

Reetabrata Deb

সম্পর্কিত খবর