বার্মিংহামে যুবরাজের স্মৃতি ফেরালেন অধিনায়ক বুমরা, রেকর্ড গড়ে ব্রডের এক ওভারে নিলেন ৩৫ রান

বাংলা হান্ট নিউজ ডেস্ক: এজবাস্টনে, কিংসমিড ডারবানের যুবরাজের স্মৃতি ফেরালেন বুমরা। ফের করুণ পরিণতি হলো স্টুয়ার্ট ব্রডের। সেবার ঘাতক ছিলেন যুবরাজ সিং। ম্যাচের ১৮ তম ওভারে তিনি স্টুয়ার্ট ব্রডকে ছয় বলে ছটি ছক্কা মেরে করেছিলেন ৩৬ রান। আজ বার্মিংহামে সদ্য নির্বাচিত ভারতীয় টেস্ট অধিনায়ক বুমরা এক ওভারে নিলেন ৩৫ রান।

গতকাল পথ শত রান করে আউট হওয়ার পর অপরাজিত ছিলেন জাদেজা। আজ প্রথমেই নিজের শত রান পূর্ণ করেছেন ভারতীয় অলরাউন্ডার। আজ দলগত ৩৭৫ রানের মাথায় অ্যান্ডারসনের বলে বোল্ড হয়ে যান জাদেজা। তারপর সকলে ভেবেছিলেন যে ভারতকে ৪০০ রানের কমেই আটকানো যাবে।

কিন্তু বাস্তবে তা হয়নি বলাই বাহুল্য। সিরাজ এবং বুমরা ব্যাটিং করছেন এমন অবস্থায় স্টোকস বল তুলে দেন অভিজ্ঞ ব্রডের হাতে। শর্ট’ বল করে বুমরাকে আক্রমণের রাস্তা বেছে নেন ব্রড। কিন্তু প্রথমে দিকে ফাইন লেগ অঞ্চলের দিকে এবং পরে উইকেটের চারিদিকে বড় শট খেলতে শুরু করেন বুমরা। একের পর এক শটে বড় রান আসতে থাকে।ব্রড মুখে বিস্ময় নিয়ে হাসিমুখে তাকিয়ে থাকেন। ওভার শেষ হতে হতে দেখা যায় ভারত ৪০০ পেরিয়ে গিয়েছে।

১৬ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন বুমরা। ৫টি অতিরিক্ত রান বাদে তিনি মোট ২৯ রান করেন ওই ওভারে। এটি কোনও ক্রিকেটারের টেস্টে এক ওভারে করা সর্বোচ্চ রানের রেকর্ড। মহম্মদ সিরাজকে আউট করে ভারতের ইনিংস শেষ করেন অ্যান্ডারসন। ব্রডের ওই বিশেষ ওভারের ডেলিভারিগুলি যথাক্রমে ৪, ৪ (ওয়াইড), ৬ (নো বল), ৪,৪,৪,৬,১ রান দেয়। ৪১৬ রান তোলার পর শেষ হয় ভারতের ইনিংস।


Reetabrata Deb

সম্পর্কিত খবর