ভারত বনাম নিউজিল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নিউজিল্যান্ড 5-0 তে হারিয়ে প্রথমবারের মতো নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল ভারত। কিন্তু টি-টোয়েন্টি সিরিজে এত সাফল্য পাওয়ার পর হঠাৎই কেন ওয়ানডে সিরিজে 3-0 তে হারতে হলো ভারতীয় দলকে? এর কারণ বিশ্লেষণ শুরু করেছেন ভারতীয় ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন ভারতের হারের প্রধান কারণ হচ্ছে বর্তমানে ভারতের সেরা পেসার জাসপ্রিত বুমরাহর নিষ্প্রাণ বোলিং। এই সিরিজে একটাও উইকেট তুলে নিতে পারেন নি বুমরাহ যার ফলে ভারতকে হারতে হল।
বিগত কয়েক বছরে বিশ্ব ক্রিকেটে সেরা পেশারদের তালিকায় সবার উপরে ভারতীয় পেসার জাসপ্রিত বুমরাহর নাম থাকে। আর এই সিরিজে পুরোপুরিভাবে নিস্প্রাণ থাকলো ভারতীয় দলের প্রধান উইকেট টেকার। এমনিতে দেখা গিয়েছে যখনই ভারতের উইকেটের প্রয়োজন হয়েছে তখনই ভারত অধিনায়ক বিরাট কোহলি বল তুলে দিয়েছেন নিজের দলের সেরা অস্ত্র বুমরাহের হাতে তিনিও প্রত্যেকবার কাজের কাজটি করে দেখান। কিন্তু এই ওয়ানডে সিরিজে বুমরাহ 30 ওভার বল করে 167 রান দিয়েছেন তার বিনিময়ে একটাও উইকেট তুলে নিতে পারেননি। আর বুমরাহর এই নিষ্প্রাণ বোলিং ভারতের হারের অন্যতম কারণ হয়ে দাঁড়ালো। কারন এই মুহূর্তে বুমরাহ নিজেকে যে জায়গায় নিয়ে গিয়েছে তাতে ভারতের অন্যান্য বোলারদের পক্ষে বুমরাহের অভাব পূরণ করা সম্ভব হয়নি।
এছাড়াও এই সিরিজে ভারতের অন্যান্য বোলাররা খুব বেশি এফেক্টিভ হতে পারেননি। অপরদিকে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাটও এই সিরিজে নিষ্প্রাণ থেকেছে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বিরাট কোহলির মোট রান মাত্র 75।