বাংলা হান্ট নিউজ ডেস্ক: কেপটাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা অন্তিম টেস্টে চালকের আসনে ভারত। যার জন্য ভারতের এই টেস্ট ম্যাচে জয়ের সুযোগ বেড়ে গেছে তিনি হলেন ভারতীয় দলের এক নম্বর পেসার যশপ্রীত বুমরা। দ্বিতীয় ম্যাচে তার পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছিল। বল হাতে সমালোচকদের যোগ্য জবাব দিলেন বুমরা। তার সঙ্গে দিনের দ্বিতীয় বলে দক্ষিণ আফ্রিকার ওপেনার এইডেন মার্করামের স্টাম্প উড়িয়ে নিজের যোগ্যতার বড় প্রমান দিয়েছেন ইয়র্কার কিং।
দক্ষিণ আফ্রিকান ওপেনার মার্করাম চলতি ম্যাচের প্রথম ইনিংসে ২২ বল খেলে মাত্র ৮ রান করে আউট হন। বুমরার ওই বিশেষ বলটি আচমকাই বাইরে থেকে হাওয়ায় বাক খেয়ে ভেতরের দিকে এসে মার্করমের অফ-স্টাম্পে উড়িয়ে দেয়। বুমরার এই বিস্ময় বলের কোনো জবাব ছিল না মার্করামের ব্যাটে। তিনি বলে নন, যে কোনও বিশ্বমানের ব্যাটার ওই বল খেলতে সমস্যায় পড়বেন।
Jasprit Bumrah bowled Markram in the first over of the 2nd day. A fine start for Indian team.#Cricket #CricketTwitter #SAvIND #INDvSA pic.twitter.com/xyQXMS4IPJ
— CrickSuper 🏏 (@CrickSuper) January 12, 2022
গতকালই প্রথম দিনের খেলা শেষ হওয়ার আগেই গত ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করা দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ডিন এলগারকে ফিরিয়ে দিয়েছিলেন বুমরা। আজ তুললেন আরও চারটি উইকেট। এটি ছিল তার টেস্ট কেরিয়ারের সপ্তম ফাইফার। এর সাথে দুটি করে উইকেট নিয়েছেন উমেশ যাদব এবং মহম্মদ শামিও।
ভারতীয় দল প্রথম ইনিংসে ২২৩ রান করেছিল। দক্ষিণ আফ্রিকাকে ২১০ রানে অল-আউট করে ১৩ রানের লিড পায় ভারত। দ্বিতীয় দিনের শেষে ভারতের দ্বিতীয় ইনিংসের স্কোর ২ উইকেট হারিয়ে ৭০। ক্রিজে রয়েছেন পূজারা এবং কোহলি।