বাংলা হান্ট নিউজ ডেস্ক: যশপ্রীত বুমরা সম্প্রতি ভারতের ছত্রিশতম অভিনয়কে পরিণত হয়েছেন। বিসিসিআই স্পষ্ট জানিয়ে দিয়েছে যে রোহিত শর্মা সুস্থ হয়নি ফলে তার পক্ষে খেলা সম্ভব নয়। ফলে ৩৫ বছর পর কোন প্রেসার এর নেতৃত্বে টেস্ট খেলতে নামবে ভারতীয় দল। এর আগে শেষবার কপিল দেব একজন ফাস্ট বোলার হিসেবে ভারত কে নেতৃত্ব দিয়েছিলেন।
বুমরা এখনো অবধি ভারতের ২৯ টি টেস্ট ম্যাচ খেলেছেন। এই ২৯ টি টেস্ট ম্যাচ খেলে তিনি ১২৩ টি উইকেট নিয়েছিল পড়েছেন। এর আগে ভোমরা দক্ষিণ আফ্রিকায় টেস্টে লোকেশ রাহুলের ডেপুটি বা সহ-অধিনায়কের ভূমিকা পালন করেছিলেন। সাম্প্রতিক অতীতে রিসব পন্ত কে ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করতে দেখা গেলেও টেস্টের জন্য তার কথা ভাবেননি নির্বাচকরা।
NEWS 🚨 – @Jaspritbumrah93 to lead #TeamIndia in the fifth Test Match against England.@RishabhPant17 will be the vice-captain for the match.#ENGvIND pic.twitter.com/ueWXfOMz1L
— BCCI (@BCCI) June 30, 2022
বুমরা নিজের দেশের অধিনায়কত্ব করবেন এই খবর পাওয়ার পর আনন্দের জোয়ারে ভাসছে প্রেসারের পরিবার। তার স্ত্রী ‘সঞ্জনা গণেশন’ থেকে শুরু করে মা ‘দলজিদ’ সকলেই খুব খুশি। আইসিসির সাথে কথা বলতে গিয়ে নিজেদের মনের ভাবনাগুলি তুলে ধরেছেন তারা দুজন।
বুমরার স্ত্রী সঞ্জনা বলেছেন, ‘ওর মা খুবই খুশি হয়েছে এই খবরটা পেয়ে। ও নিজেও খুব গর্বিত হবে আমি সেই নিয়ে আশাবাদী। আমি জানিনা এই মুহূর্তে ও কেমন বোধ করছে কারন ওর সাথে আমার খুব বেশি কথা হয়নি হয়তো কিছুটা নার্ভাস বোধ করতে পারে তবে ওর অনেকটা সময় পেয়েছে ব্যাপারটাকে আত্মস্থ করার।”