বাংলা হান্ট ডেস্কঃ শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি মামলায় বর্তমানে সরগরম বঙ্গ রাজনীতি। একদিকে যেমন পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য একাধিক শিক্ষা আধিকারিকরা গ্রেফতার হয়েছেন, আবার অপরদিকে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করে চলেছে বহু তৃণমূল নেতা কর্মীরা। আর এবার বিজেপির (BJP) তরফ থেকে একটি অভিনব ব্যানার দেওয়া নিয়ে শুরু হল তুমুল বিতর্ক।
বর্তমান সময়ে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতাকর্মীদের বিরুদ্ধে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ-এর একাধিক অভিযোগ সামনে এসেছে। এক্ষেত্রে চাকরি না পাওয়ায় গ্রামবাসীদের মারধরের মুখেও পড়তে হয় অভিযুক্তদের। এর মাঝেই বর্ধমানে বিজেপির কার্যালয়ে একটি অভিনব ব্যানার দেওয়া হয়। এলাকায় তৃণমূল কংগ্রেস নেতা কিংবা অন্য কোন সরকারি আধিকারিকরা চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে থাকলে বিজেপির কার্যালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এক্ষেত্রে টাকা ফেরত দেওয়া হবে বলে টাঙানো হয়েছে একটি ফ্লেক্স। এই ঘটনাটিকে কেন্দ্র করে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে রাজনীতি।
সম্প্রতি, বর্ধমানের একটি দলীয় কর্মসূচিতে যোগদান করেন সুকান্ত মজুমদার। সেই সময় চাকরি দুর্নীতি প্রসঙ্গে মন্তব্য রাখেন তিনি। বিজেপি রাজ্য সভাপতি বলেন, “যে সকল মানুষ টাকা দিয়ে চাকরি পায়নি, তারা বিজেপি কার্যালয়ে যোগাযোগ করলে আমরা সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করব। অভিযুক্ত তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাও করুন।”
অবশেষে এদিন বিজেপি কার্যালয়ের সামনে একটি ব্যানার টাঙানো হয়। যেখানে লেখা রয়েছে, “যে সকল চাকরিপ্রার্থী তৃণমূল নেতাদের ও প্রশাসনের আধিকারিকদের চাকরির জন্য টাকা দিয়েছেন। কিন্তু আপনার চাকরি হয়নি আর টাকাও ফেরত দেয়নি, তারা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিমতে ভারতীয় জনতা পার্টির জেলা অফিসে যোগাযোগ করুন।”বএই ঘটনায় বিজেপিকে উদ্দেশ্য করে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল শিবির।
উল্লেখ্য, সম্প্রতিক সময়ে চাকরির নাম করে টাকা আত্মসাৎ করার একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্প্রতি, পশ্চিম মেদিনীপুরের ডেবরা এলাকায় এহেন অভিযোগে তৃণমূল নেতাকে মারধর করে গ্রামবাসীরা। একইসঙ্গে আবার ভগবানগোলায় চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ করেন এক তৃণমূল নেতা। পরবর্তীতে তিনি পলাতক হয়ে গেলে তাঁর স্ত্রী এবং ছেলেকে মারধর করে এলাকাবাসী। ফলে সব মিলিয়ে চাকরি দুর্নীতি মামলায় যখন সরগরম রাজনীতি, সেই মুহূর্তে দাঁড়িয়ে বর্তমানে বিজেপির ব্যানার ইস্যু বিতর্ক আরো বহু গুণে বৃদ্ধি করল বলেই মত বিশেষজ্ঞদের।